Logo
Logo
×

লাইফ স্টাইল

লেবু আর লবঙ্গের জাদুতে মুক্তি মিলবে মাছির উপদ্রব থেকে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৩:৩৯ পিএম

লেবু আর লবঙ্গের জাদুতে মুক্তি মিলবে মাছির উপদ্রব থেকে

ছবি : সংগৃহীত

আপনি খেতে বসলেই জেঁকে বসে মাছি। আর খাবার ঘরের পাশাপাশি রান্নাঘরেও থাকে তাদের অবাধ বিচরণ। চারদিকে শুধু মাছি আর মাছি। টেবিলে খাবার ঢেকে রাখা ছাড়া কোনো উপায় নেই। এক মিনিট খালি রাখলেই বসে পড়ে মাছি। এসব অস্বাস্থ্যকর মাছির কারণে নানা ধরনের রোগজীবাণু শরীরে প্রবেশ করে আপনাকে অসুস্থ করে তুলছে। এটি বড় দুশ্চিন্তার কারণ। কীভাবে তাড়াবেন মাছি। সে জন্য মাছি তাড়ানোর একটি কার্যকর টোটকা সম্পর্কে জেনে নেওয়া উচিত।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে ঘরে থাকা মাছি তাড়াবেন—

প্রথমে এটা লেবুর অর্ধেক কেটে ফেলুন। এরপর ওপরে কয়েকটি লবঙ্গ গেঁথে দিন। একটি প্লেটের ওপর কাটা লেবুর অংশ রাখুন। এরপর প্লেটটি খাবার টেবিলের মাঝে রেখে পাশেই জ্বালিয়ে দিন একটি মোমবাতি। দেখুন মাছি নিমিষেই হাওয়া হয়ে যাবে।

এ ছাড়া নিমপাতা পানিতে ফুটিয়ে নিন। এরপর ঠান্ডা হলে ছেঁকে ঘর মোছার পানির সঙ্গে মিশিয়ে দিন। এই পানি দিয়ে নিয়মিত ঘর খাবার টেবিল পরিষ্কার করুন। তবে  দেখবেন মাছি আর থাকবে না। এটি ছাড়াও নিমের কয়েকটি ডাল কেটে রান্নাঘরের জানালায় ঝুলিয়ে দিন। এতেও মাছির আনাগোনা কমে যাবে।

আবার জানালায় নেট লাগিয়েও মাছি দূর করা সম্ভব। যদি জানালায় ভালো করে নেট লাগান, তবে কখনোই ঘরে মাছি প্রবেশ করতে পারবে না।  আর ঘর রান্নাঘর সবসময় পরিষ্কার রাখুন। মাছির আনাগোনা এমনিতেই কমে যাবে।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম