সংবাদের সূত্র ধরে
ট্রাফিক জ্যামের শীর্ষে থাকার সুবিধা
মো. রায়হান কবির
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ যানজটের শীর্ষ দেশ হিসেবে নাম লিখিয়েছে। যানজট দীর্ঘদিনের সমস্যা। কিন্তু এ সমস্যা যে আমাদের নানাবিধ সুবিধা এবং দেশ গঠনে ভূমিকা রাখছে তা অনেকেই জানেন না। চলুন একটু খোঁজ নিয়ে দেখি কীভাবে যানজট দেশ গঠনে ভূমিকা রাখছে-
অফিসে লেট করার সুবিধা : যানজটের কারণে গড়ে ৬০-৭০% লোক সময়মতো অফিসে যেতে পারে না। ফলে এ শ্রেণীর লোকজন সব সময় প্রেশারে থাকে। তারা হয়তো ১০ মিনিট লেটে অফিসে যাচ্ছে। কিন্তু লেট হওয়ার ‘পাপে’ অফিস থেকে বের হন কমপক্ষে এক ঘণ্টা দেরি করে। ফলে অফিস তার ১০ মিনিটের লেটে ৫০ মিনিট বেশি কাজ করানোর সুবিধা পাচ্ছে। এতে করে অফিস আদালত আগের চেয়ে বেশি গতিশীল হচ্ছে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।
ফুটপাত উচ্ছেদে সুবিধা : দীর্ঘ সময় জ্যাম থাকলে মানুষ বাস বা গাড়ির ভেতরই বেশিক্ষণ অপেক্ষা করে। ফলে এই শ্রেণীর গ্রাহক ধরতে হকাররা গাড়ির ভেতরই বেচাকেনা শুরু করে। ফলে ফুটপাতে দোকান বসানোর চেয়ে বাসে বাসে ঘুরে বিক্রি করাকে বেশি গুরুত্ব দেয়। যার কারণে ফুটপাত হকার মুক্ত করা সহজ হয়ে যাবে। এবং দেশ একটি উন্নয়নশীল দেশের চেহারা পাবে!
উন্নয়নের বিজ্ঞাপন : আজকাল মানুষ খুব একটা টেলিভিশন দেখতে চায় না। কেননা সবাই মোবাইল নিয়েই ব্যস্ত থাকে। ফলে উন্নয়নের প্রচার-প্রচারণা দেখাতে টিভির বাইরেও মাধ্যম খোঁজা হচ্ছিল। এখন যেহেতু জ্যামে মানুষ বসেই থাকে, তাই বাসের জানালার ফাঁক দিয়ে রাস্তায় কিসের কাজ হচ্ছে সহজেই দেখতে পারে যাত্রীরা। যদি জ্যাম না থাকত বাস-গাড়িগুলো দ্রুত উন্নয়নমূলক কাজের এলাকা পার হয়ে যেত, আর মানুষ বুঝতেই পারত না দেশে কী ধরনের উন্নয়নমূলক কাজ চলছে।
লেখাপড়ার সুবিধা : অনেক ছাত্রছাত্রী বাসায় পড়াশোনার সময় পায় না। তারা বাসায় টিভি কিংবা মোবাইলে ইন্টারনেট ঘেঁটেই সময় নষ্ট করে। ফলে স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় আসার সময়টাকে তারা পড়ার জন্য মোক্ষম সুযোগ হিসেবে কাজে লাগায়। তারা জানে ৩০ মিনিটের রাস্তা তিন ঘণ্টা লাগবে। তাই ওই বাড়তি সময়টাকে তারা পড়ার জন্য কাজে লাগায়। এতে করে একটা শিক্ষিত জাতি গঠনে যানজট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা ইন্টারনেট, ফেসবুকের যুগে মানুষের হাতে পড়ার সময় কোথায়?
সুস্থ জাতি গঠনে : আজকাল মানুষ বাসায় নানা ধরনের কাজে ব্যস্ত থাকায় অনেক রাত করে ঘুমাতে যায়। বিশেষ করে শহরে এখন প্রায় প্রতিটা বাসায় ওয়াইফাই কানেকশন থাকায় ইন্টারনেটে প্রচুর সময় কাটায় মানুষ। তাই অফিসগামী লোকদের ঘুম থাকে অপ্রতুল। এ অপ্রতুল ঘুম তারা বাস বা গাড়িতে সারতে পারেন। এক-দেড় ঘণ্টার একটি ঘুম দিয়ে যখন আমরা অফিসে পৌঁছাই তখন বেশ তরতাজা থাকি। আমাদের ভেতর অঘুমজনিত কোনো দুর্বলতা কাজ করে না। ফলে সুস্থ জাতি গঠনে জ্যামের ভূমিকা অসামান্য!
