ভিনদেশি রসিকতা
দোকানদার আর ছোটছেলে
আশরাফুল আলম পিনটু
প্রকাশ: ১৩ জুলাই ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মোড়ের মাথায় একটি দোকান। এক ছোটছেলে এলো সেই দোকানে। দোকানদারের কাছে ৫টা চকলেট চাইল। চকলেটের বয়াম ছিল উঁচু তাকের মাথায়। দোকানদার একটা মই বেয়ে ওপরে উঠলেন। বয়াম নিয়ে নেমে এলেন নিচে। বয়াম থেকে ৫টা চকলেট দিলেন ছেলেটিকে। তারপর মই বেয়ে আবার তাকের মাথায় রেখে এলেন চকলেটের বয়াম। ছেলেটি চকলেট নিয়ে চলে গেল।
ঠিক আধঘণ্টা পর সেই ছেলেটি আবার এলো দোকানে। দোকানদারের কাছে আরও ৫টা চকলেট চাইল। দোকানদার আবার মই বেয়ে ওপরে উঠলেন। বয়াম নামিয়ে আনলেন নিচে। ছেলেটিকে ৫টা চকলেট দিলেন। তারপর আবার মই বেয়ে বয়াম রেখে এলেন তাকের মাথায়। চকলেট নিয়ে চলে গেল ছেলেটি।
একঘণ্টা পর ওই ছেলেটি আবার এলো সেই দোকানে। আবারও ৫টা চকলেট চাইল দোকানদারের কাছে। বিরক্ত দোকানদার আবার ওপরে উঠলেন মই বেয়ে। বয়ামটা নিচে নামিয়ে আনলেন। ৫টা চকলেট দিলেন ছেলেটিকে। এবার আর বয়ামটা তাকের ওপরে রেখে এলেন না। নিচেই রেখে দিলেন নিজের কাছে। ছেলেটি চকলেট নিয়ে চলে গেল।
ছেলেটি আবার দোকানে এলো ঘণ্টাখানেক পর। এবার দোকানদারই তার কাছে জানতে চাইলেন সে আবার ৫টা চকলেট চায় কিনা। ছেলেটি জানাল না, এবার সে ৫টা চকলেট চায় না।
শুনে দোকানদার চকলেটের বয়াম নিয়ে মই বেয়ে ওপরে উঠলেন। তাকের মাথায় বয়ামটা রেখে নেমে এলেন নিচে। তারপর ছেলেটির কাছে জানতে চাইলেন, ‘তাহলে এবার তুমি কী চাও, বলো?’
‘১০টা চকলেট!’ জবাব দিল ছেলেটি।
