Logo
Logo
×

বিচ্ছু

আলখাল্লার পরিবর্তে জোব্বা

Icon

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

একবার মোল্লা নাসিরুদ্দিন একটা জোব্বা কিনতে হাজির হলেন এক দোকানে। পছন্দ করার পর দোকানদার জোব্বাটা প্যাকেট করে দিল। হোজ্জা জোব্বা নিয়ে চলে আসার সময় ভাবলেন জোব্বা না নিয়ে বরং একটি আলখাল্লা নিয়ে যাই। দোকানিকে বললেন, ‘আপনি বরং আমাকে একটি আলখাল্লা দিন।’

দোকানি আলখাল্লা দেয়ার পর মোল্লা নাসিরুদ্দিন সেটা নিয়ে বের হয়ে আসার সময় দোকানদার পেছন থেকে ডাকলেন, ‘হোজ্জা সাহেব, আপনি তো আলখাল্লার মূল্য পরিশোধ করেননি।’

হোজ্জা মুচকি হেসে জবাব দিলেন, ‘আমি তো আলখাল্লার পরিবর্তে জোব্বাটা রেখে গেলাম।’

দোকানদার কপাল কুঁচকে বললেন, ‘আপনি তো জোব্বার জন্যও মূল্য পরিশোধ করেননি।’

আবারও মুকচি হেসে হোজ্জা বললেন, ‘যেটা আমি নিইনি তার জন্য মূল্য পরিশোধ করব কেন?’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম