Logo
Logo
×

বিচ্ছু

বীরবলের জবাব

Icon

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

একবার দিল্লির দরবারে এক পণ্ডিত সম্রাট আকবরকে বললেন, ‘শাহানশাহ, আমি বিভিন্ন রাজ্যের পণ্ডিতদের তর্কশাস্ত্রে পরাজিত করে নিরানব্বইটি সোনার পদক লাভ করেছি। এখন আপনার দরবারের পণ্ডিতদের কাছে তিনটি প্রশ্ন করব। এগুলোর যদি কেউ যথার্থ উত্তর দিতে না পারেন, তাহলে মাত্র একটি সোনার পদক দাবি করব। সেটাই হবে আমার একশতম পদক। আর যদি আপনার সভাসদদের মধ্যে কেউ প্রশ্ন তিনটির উত্তর দিতে পারেন তাহলে আমি আমার নিরানব্বইটি পদকই তাকে দিয়ে দিব।’ এই প্রস্তাবে সম্রাট রাজি হলেন। পণ্ডিত দরবারে প্রশ্ন তিনটি একে একে উত্থাপন করলেন।

প্রথম প্রশ্ন- স্বপ্নে আমি একজন স্ত্রীলোককে দেখেছিলাম। তাকে জিজ্ঞেস করলাম, সে কে? সে বলল, ‘আমি বুদ্ধি।’ কোথায় থাক? তার উত্তর ‘মগজে থাকি।’ এখন আপনাদের মধ্যে কেউ কী বলতে পারেন, মগজ থেকে বুদ্ধি বেরিয়ে যায় কার?

দ্বিতীয় প্রশ্ন- আমি আরেকটি মেয়েকে স্বপ্নে দেখলাম। নাম জিজ্ঞেস করে জানলাম, তার নাম ‘শক্তি।’ কোথায় থাকে জিজ্ঞেস করতে বলল, বাহু আর শরীরে আমার স্থান। এখন আপনারা কী বলতে পারবেন, বাহু আর শরীর থেকে শক্তি চলে যায় কার?

তৃতীয় প্রশ্ন- আমি আরেকটি মেয়েকে স্বপ্নে দেখলাম। তার নাম জিজ্ঞেস করতে সে বলল, ‘আমি হিম্মত। কোথায় সে থাকে জিজ্ঞেস করাতে বলল, ‘হৃদয়ে থাকি’। এবার আপনারা বলুন হৃদয় থেকে হিম্মত চলে যায় কখন?

সভাসদরা কেউই পণ্ডিতের প্রশ্নের উত্তর দিতে পারলেন না। আকবর এসব প্রশ্ন শুনে নিজেও কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেন। সত্যি সত্যি কি কেউ এর জবাব দিতে পারবে না? মহারাজ বীরবলের দিকে তাকালেন।

বীরবল হেসে বলল, ‘প্রথম প্রশ্নের উত্তর, অহর্নিশি যারা স্বপ্নজাল বোনে তাদের বুদ্ধি মগজ থেকে বেরিয়ে যায়।’ দ্বিতীয় প্রশ্নের উত্তর, মানুষ যখন বৃদ্ধ হয় তখন তার বাহু আর শরীর থেকে শক্তি চলে যায়। তৃতীয় প্রশ্নের উত্তর, মানুষ যখন ভীরু, কাপুরুষ হয়ে পড়ে তখন তার হিম্মত হৃদয় থেকে চলে যায়।’

পণ্ডিত লজ্জায় লাল হয়ে পরাজয় স্বীকার করে নিয়ে প্রতিজ্ঞা করলেন, আর কখনও কোথাও জ্ঞানের বড়াই করবেন না। অঙ্গীকার অনুযায়ী বীরবলকে তিনি তার নিরানব্বইটি পদক দিতে গেলেন। কিন্তু বীরবল তা গ্রহণ না করে উদারতার পরিচয় দিলেন। বরং বাদশাকে অনুরোধ করে পণ্ডিতকে আরও একটি পদক জোগাড় করে দিলেন বীরবল। তাতে পণ্ডিতের পদকের শতক পূর্ণ হল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম