রফিকুল হক দাদুভাই এর কুট্টুস
বীর নন তবু বীরবল
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঠিক সে রকম
বীর নন, তবু বীর-
বলবানও নন, ঠিক যে রকম
গায়ে থাকা চাই বল।
অতি উত্তম
অনেক স্মৃতির ভিড়,
চিনি তাকে সকলেই বেশি-কম
তিনি রাজা বীরবল।
তবে, সাহসী ছিলেন খুব
বুদ্ধিতে বেশ পাকা,
সেই কারণেই ঘুরে গিয়েছিল
তার ভাগ্যের চাকা।
মহামতি আকবর-
ঠিক জানতেন গুণ আর গুণীর কদর,
মহেশ ভট্ট ‘বীরবল’ হয়ে তাই-
নবরত্নের সভায় হয়েছে ঠাঁই।
গোপাল কিংবা হোজ্জা যেমন
স্বনামেই উজ্জ্বল,
তেমনি আরেক ইতিহাস এই
রসরাজ বীরবল।
