Logo
Logo
×

বিচ্ছু

বাদশার ভাগ্য গণনা

Icon

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

একবার সম্রাট আকবরের খুব ইচ্ছা হল, ভবিষ্যৎ সম্পর্কে জানবেন। একদিন তিনি এক জ্যোতিষীকে ধরে এনে জিজ্ঞাসা করলেন, ‘বলুন তো, আমি আর কতদিন বাঁচব?’

জ্যোতিষী বাদশার হাত দেখলেন। তারপর অনেকক্ষণ গণনা করে বললেন, ‘হুজুর আপনার আয়ু আর মাত্র তিন বছর।’

এমন কথায় বাদশা খুব মনমরা হয়ে চুপচাপ বসে রইলেন।

বাদশার এ অবস্থা দেখে বীরবল জ্যোতিষীকে বললেন, ‘আচ্ছা জ্যোতিষ মশাই, বলুন তো আপনি নিজে আর কতদিন বাঁচবেন?’

জ্যোতিষী মাটিতে ছক কেটে গণনা করে জবাব দিল, ‘আমি আরও পঁচিশ বছর বাঁচব।’

বীরবল সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে জ্যোতিষীর শির-েদ করলেন। সে তখনি মারা গেল।

বীরবল এবার বললেন, ‘দেখলেন তো সম্রাট, জ্যোতিষীর গণনা কতটা ভুল?’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম