Logo
Logo
×

বিচ্ছু

বীরবলের হাসির গল্প

Icon

বীরবলের বুদ্ধি

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

চারদিকে খুব নামডাক ছড়িয়ে পড়েছে বীরবলের। তুরস্কের সুলতান একবার সম্রাট আকবরের কাছে একটি চিঠি পাঠালেন, ‘শুনলাম আপনার পারিষদ বীরবল খুবই বিদ্বান এবং বুদ্ধিমান। আমি একবার তার সঙ্গে দেখা করতে চাই। আপনি অনুগ্রহপূর্বক যদি তাকে আমার এখানে পাঠিয়ে দেন, তাহলে বাধিত হবো।’

তুরস্কের সুলতানের চিঠি পেয়ে আকবর খুব খুশি হলেন। তিনি তখনই বীরবলকে তুরস্কে পাঠিয়ে দিলেন।

তুরস্কের সুলতান বীরবলকে বোকা বানানোর জন্য সিংহাসনে না বসে অন্য সব সভাসদদের মতো একই পোশাকে সবার সঙ্গে মিশে বসলেন।

বীরবল সভাগৃহে প্রবেশ করলেন। কিছুক্ষণ এদিক-ওদিক তাকিয়ে সোজা সুলতানের সামনে গিয়ে তাকে নমস্কার করলেন।

সুলতান খুব অবাক হয়ে বীরবলকে জিজ্ঞাসা করলেন, ‘আপনি আমাকে আগে কখনও দেখেছেন নাকি?’

বীরবল বললেন, ‘না হুজুর।’

সুলতান বললেন, ‘তাহলে আমায় চিনলেন কী করে?’

বীরবল মুচকি হেসে বললেন, ‘আমি সভাগৃহে প্রবেশ করেই দেখলাম, আপনি এদিক-ওদিক তাকাচ্ছেন কিন্তু বাকি সবাই তাকিয়ে আছে আপনার দিকেই। তাতেই বুঝে গেলাম সুলতান কে!’

বীরবলের বুদ্ধিতে সুলতান খুব খুশি হলেন। তিনি তাকে প্রচুর অর্থ পুরস্কার দিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম