Logo
Logo
×

বিচ্ছু

দাওয়াইয়ের নাম হাসি

Icon

প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বাবা : ঘড়িটা অনেকদিন ধরে চলছে না। একটু দেখবি?

বাবার কথা শুনে ঘড়িটা হাতে নিল বল্টু। উল্টেপাল্টে দেখল। তারপর ঘড়িটা খুলতেই ভেতরে একটা মাছি দেখতে পেল। মাছিটা মরে পড়ে আছে। বল্টু সেটা দেখে বাবাকে বলল, ‘এ ঘড়ি আর চলবে না বাবা। ঘড়ির ড্রাইভার মরে গেছে!’

*

১ম বন্ধু : যা দিনকাল পড়েছে, ভাবছি এখন থেকে জুতা পরে ঘুমাবো!

২য় বন্ধু : জুতা পরে ঘুমাবি মানে!

১ম বন্ধু : রাতে অনেক রকম স্বপ্ন দেখি। স্বপ্নে অনেক জায়গায় যেতে হয়। কাল তো স্বপ্নে খালি পায়ে শ্বশুর বাড়ি চলে গিয়েছিলাম!

য়গ্রামের এক মহিলা কোলে একটা বাচ্চা নিয়ে বড় রাস্তায় এসে তাড়াহুড়া করে একটা বাসকে থামতে ইশারা করল। মাঝ রাস্তায় যাত্রী পেয়ে ড্রাইভার খুশি হয়ে বাস থামাল। তারপর মহিলাকে জিজ্ঞাসা করল, ‘কোথায় যাবেন?’

মহিলা : কোথাও যাব না। গাড়ির হর্ন শোনার জন্য আমার ছেলেটা খুব কাঁদছে। আপনার বাসের হর্নটা একটু বাজিয়ে আমার ছেলেকে শুনিয়ে দিন!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম