|
ফলো করুন |
|
|---|---|
কুড়কুড়ানি
ফুরফুরানি
মাত্র তিনের ধাক্কা,
শতেকে নয়
হাজারে নয়
কোটির হিসাব পাক্কা।
ওরে বাব্বাস
ওরে বাব্বাস
শিখবো এবার
ঘাসের চাষ,
প্রাণিপুষ্টি
উন্নয়নে
বাংলাদেশের
গলায় ফাঁস।
খিঁচুড়ি রান্না
পুকুর খনন
কাজুর চাষ
ভবন গনন-
সব খেয়েছে বাঁশ,
এবার ঘাস নিয়ে হাঁসফাঁস।
