সাময়িক রঙ্গ
লেখা: কমল আরেফিন, আঁকা : কাওছার মাহমুদ
প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঘরে চোর ঢুকে চুরি করে সব নিয়ে গেল! চোরকে দেখেও ধরলি না কেন?
সবাই বলে আমি নাকি বোকা। শুনেছি চোর পালালে বুদ্ধি বাড়ে। তাই চোরকে পালাতে দিয়ে বুদ্ধি বাড়িয়েছি!
তোমার বাবাকে বলেছ, তোমাকে পেলে আমার জীবন ধন্য হবে?
বলেছি, বাবা বলেছে তার জীবনও ধন্য হবে। তবে তোমাকে জামাই হিসেবে না পেলে!
