তিনি একজন সিরিয়াস কবি
সংরক্ষিত পাঠক আসন
শিপন আহমেদ হিমেল
২২ নভেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
সম্প্রতি বাংলাদেশে কিছু সিরিয়াস কবির আবির্ভাব ঘটেছে। যাদের বইমেলায় সচরাচর দেখা যায় না। কিন্তু ফেসবুকে নিয়মিত দেখা যায়। দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জারের মাধ্যমে এমন একজন সিরিয়াস
কবির সাক্ষাৎকার নিয়েছেন আরেক সিরিয়াস
উপস্থাপক শিপন আহমেদ হিমেল
: কেমন আছেন?
- সিরিয়াস কবিরা কখনও মন্দ থাকে না! আমি সিরিয়াস ভালো আছি!
: আপনার লেখালেখি কেমন চলছে?
- ভালো, একেবারে সিরিয়াভাবে চলছে!
: তা সামনের মেলায় কি আপনার কোনো বই প্রকাশিত হবে?
- জি। ‘আমি সিরিয়াস কবি বলছি’ এই শিরোনামে আমার একটি একক বই ‘সিরিয়াস প্রকাশনী’ থেকে প্রকাশিত হবে।
: এ বইটিতে কী থাকবে?
- ‘আমি সিরিয়াস কবি বলছি’ এ বইটি মূলত কিছু সিরিয়াস কবিতা দিয়ে সাজানো হয়েছে। প্রেমের এবং বিরহের কিছু অসাধারণ ও সিরিয়াস কবিতা পাঠক এ বইতে পেতে যাচ্ছে। আমি মনে করি এই বইটি সিরিয়াস পাঠকদের জন্য খুব উপযোগী হবে!
: আপনার বইটি মেলায় কেমন বিক্রি হবে বলে আশা করেন?
- সিরিয়াস ধরনের বিক্রি হবে আশা করি। আরে আমার বইটি কেনার জন্য তো পাঠকরা সিরিয়াস হয়ে আছে!
: আপনার বইটি পড়ার পর পাঠকের মনে কেমন প্রভাব অথবা প্রতিক্রিয়া জন্ম নেবে বলে আপনার মনে হয়?
- ‘আমি সিরিয়ার কবি বলছি’ এ বইটি পাঠক একবার পাঠ করলে তারা সিরিয়াস হয়ে উঠবে!
: কেন সিরিয়াস হয়ে উঠবে?
- কারণ এ বইতে এমন সব সিরিয়াস সিরিয়াস কবিতা আছে যেগুলো পাঠক পড়া মাত্রই সিরিয়াস হয়ে যাবে!
: আচ্ছা, তো এবার বইমেলা প্রসঙ্গে বলি। এ পর্যন্ত বইমেলায় গিয়েছেন ক’বার?
- একবারও না!
: একবারও না! কেন?
- সিরিয়াস কবিরা কখনও মেলায় যায় না!
: কেন?
- বেশ কয়েকটি কারণ আছে। যেমন, সিরিয়াস কবিরা বইমেলায় গেলে পাঠকরা তাদের সঙ্গে ছবি তুলতে সিরিয়াস হয়ে উঠবে! তারপর অটোগ্রাফ দিতে দিতে হাতের অবস্থা সিরিয়াস হয়ে যাবে! তারপর ধরুন মিডিয়ার লোকদের সাক্ষাৎকার দিতে দিতে আমি নিজেই সিরিয়াস হয়ে যাব! আর সেজন্যই সিরিয়াস কবিরা কখনও বইমেলায় যায় না!
: নতুন কবিদের কবিতার বইমেলায় বিক্রি না হওয়ার কারণ কী বলে আপনি মনে করেন?
- এর কারণ দুটি। প্রথমটি হল সিরিয়াস কবিতা না লেখার কারণ ও দ্বিতীয়টি হল সিরিয়াস কবি হতে না পারার কারণ।
: সিরিয়াস কবি হওয়ার কৌশলটা কী?
- অবশ্যই সিরিয়াস কবিতা লেখা!
: নতুন কবিদের আপনি কীভাবে দেখেন?
- দেখার মতো কিছুই নাই! নতুন যারা কবিতা লিখছে তারা তো কোনো সিরিয়াস কবিতা লিখছে না! আর সিরিয়াস কবিতা না লিখে তো কখনও সিরিয়াস কবি হওয়া যায় না? আর যারা সিরিয়াস কবি হতে পারেনি তারা তো কোনো কবিই না!
: অসংখ্য ও সিরিয়াস ধন্যবাদ আপনাকে। আপনার মূল্যবান ও সিরিয়াস সময় নষ্ট করে আমাদের সময় দেয়ার জন্য। আপনার মুখে কিছু সিরিয়াস কথা শুনে আমার অবস্থা এখন সিরিয়াস হয়ে উঠেছে! যাই হোক, আপনার ‘সিরিয়াস কবি বলছি’ বই ও আপনার জন্য সিরিয়াসলি শুভ কামনা রইল।
- আপনাকেও সিরিয়াস ধন্যবাদ। আমাকে সিরিয়াস কিছু কথা বলার সুযোগ করে দেয়ার জন্য।
জগন্নাথকান্দি, কুমিল্লা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সংরক্ষিত পাঠক আসন
তিনি একজন সিরিয়াস কবি
সম্প্রতি বাংলাদেশে কিছু সিরিয়াস কবির আবির্ভাব ঘটেছে। যাদের বইমেলায় সচরাচর দেখা যায় না। কিন্তু ফেসবুকে নিয়মিত দেখা যায়। দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জারের মাধ্যমে এমন একজন সিরিয়াস
কবির সাক্ষাৎকার নিয়েছেন আরেক সিরিয়াস
উপস্থাপক শিপন আহমেদ হিমেল
: কেমন আছেন?
- সিরিয়াস কবিরা কখনও মন্দ থাকে না! আমি সিরিয়াস ভালো আছি!
: আপনার লেখালেখি কেমন চলছে?
- ভালো, একেবারে সিরিয়াভাবে চলছে!
: তা সামনের মেলায় কি আপনার কোনো বই প্রকাশিত হবে?
- জি। ‘আমি সিরিয়াস কবি বলছি’ এই শিরোনামে আমার একটি একক বই ‘সিরিয়াস প্রকাশনী’ থেকে প্রকাশিত হবে।
: এ বইটিতে কী থাকবে?
- ‘আমি সিরিয়াস কবি বলছি’ এ বইটি মূলত কিছু সিরিয়াস কবিতা দিয়ে সাজানো হয়েছে। প্রেমের এবং বিরহের কিছু অসাধারণ ও সিরিয়াস কবিতা পাঠক এ বইতে পেতে যাচ্ছে। আমি মনে করি এই বইটি সিরিয়াস পাঠকদের জন্য খুব উপযোগী হবে!
: আপনার বইটি মেলায় কেমন বিক্রি হবে বলে আশা করেন?
- সিরিয়াস ধরনের বিক্রি হবে আশা করি। আরে আমার বইটি কেনার জন্য তো পাঠকরা সিরিয়াস হয়ে আছে!
: আপনার বইটি পড়ার পর পাঠকের মনে কেমন প্রভাব অথবা প্রতিক্রিয়া জন্ম নেবে বলে আপনার মনে হয়?
- ‘আমি সিরিয়ার কবি বলছি’ এ বইটি পাঠক একবার পাঠ করলে তারা সিরিয়াস হয়ে উঠবে!
: কেন সিরিয়াস হয়ে উঠবে?
- কারণ এ বইতে এমন সব সিরিয়াস সিরিয়াস কবিতা আছে যেগুলো পাঠক পড়া মাত্রই সিরিয়াস হয়ে যাবে!
: আচ্ছা, তো এবার বইমেলা প্রসঙ্গে বলি। এ পর্যন্ত বইমেলায় গিয়েছেন ক’বার?
- একবারও না!
: একবারও না! কেন?
- সিরিয়াস কবিরা কখনও মেলায় যায় না!
: কেন?
- বেশ কয়েকটি কারণ আছে। যেমন, সিরিয়াস কবিরা বইমেলায় গেলে পাঠকরা তাদের সঙ্গে ছবি তুলতে সিরিয়াস হয়ে উঠবে! তারপর অটোগ্রাফ দিতে দিতে হাতের অবস্থা সিরিয়াস হয়ে যাবে! তারপর ধরুন মিডিয়ার লোকদের সাক্ষাৎকার দিতে দিতে আমি নিজেই সিরিয়াস হয়ে যাব! আর সেজন্যই সিরিয়াস কবিরা কখনও বইমেলায় যায় না!
: নতুন কবিদের কবিতার বইমেলায় বিক্রি না হওয়ার কারণ কী বলে আপনি মনে করেন?
- এর কারণ দুটি। প্রথমটি হল সিরিয়াস কবিতা না লেখার কারণ ও দ্বিতীয়টি হল সিরিয়াস কবি হতে না পারার কারণ।
: সিরিয়াস কবি হওয়ার কৌশলটা কী?
- অবশ্যই সিরিয়াস কবিতা লেখা!
: নতুন কবিদের আপনি কীভাবে দেখেন?
- দেখার মতো কিছুই নাই! নতুন যারা কবিতা লিখছে তারা তো কোনো সিরিয়াস কবিতা লিখছে না! আর সিরিয়াস কবিতা না লিখে তো কখনও সিরিয়াস কবি হওয়া যায় না? আর যারা সিরিয়াস কবি হতে পারেনি তারা তো কোনো কবিই না!
: অসংখ্য ও সিরিয়াস ধন্যবাদ আপনাকে। আপনার মূল্যবান ও সিরিয়াস সময় নষ্ট করে আমাদের সময় দেয়ার জন্য। আপনার মুখে কিছু সিরিয়াস কথা শুনে আমার অবস্থা এখন সিরিয়াস হয়ে উঠেছে! যাই হোক, আপনার ‘সিরিয়াস কবি বলছি’ বই ও আপনার জন্য সিরিয়াসলি শুভ কামনা রইল।
- আপনাকেও সিরিয়াস ধন্যবাদ। আমাকে সিরিয়াস কিছু কথা বলার সুযোগ করে দেয়ার জন্য।
জগন্নাথকান্দি, কুমিল্লা।