যদি চব্বিশ ঘণ্টায় এক দিন হয়, তাহলে রাত কোথায় থাকে?
অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ মার্চ ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যদি চব্বিশ ঘণ্টায় এক দিন হয়, তাহলে রাত কোথায় থাকে?
ডা. স্বপন বর্মণ
কিশোরগঞ্জ।
- কোথায় আরা থাকবে! রাত ঘুমিয়ে থাকে!
আগে এক টাকায় চারটি চকলেট পাওয়া যেত, আর এখন?
ইমরান মাহমুদ
ফুলগাজী, ফেনী।
- এখন চার টাকায় একটি চকলেট পাওয়া যায়।
আচ্ছা বলুন তো, মানুষের পিঠে ডানা গজালে কী হবে?
সানজীদা প্রীতি
বনশ্রী, ঢাকা।
- কী আর হবে! বিমানের ব্যবসায় তখন লাল বাতি
জ্বলবে!
বলুন তো, স্বামী এবং স্ত্রী’র মধ্যে কে বেশি গুরুত্বপূর্ণ?
আলমাস কবির
ঠাকুরপাড়া, কুমিল্লা।
- স্ত্রী। কারণ শ্রোতা নয়, যিনি ভাষণ দেন তিনিই বেশি গুরুত্বপূর্ণ হন।
ফ্যান চালালে শীত লাগে, আবার বন্ধ রাখলে গরম লাগে!
উপায় কী?
নির্ঝর হোসেন
চকবাজার, চট্টগ্রাম।
- কী আর করবেন! কম্বল মুড়ে ফ্যান চালিয়ে শুয়ে থাকুন।
আমার মাথায় অনেক বুদ্ধি। এতো বুদ্ধি কোথায় রাখব বলুন তো?
সায়মা জাহান
জৈন্তাপুর, সিলেট।
- বুদ্ধির একটা দোকান দিন। তারপর কিছু বুদ্ধি বেচে দিন।
মহা অবান্তর প্রশ্ন
ভাড়াটিয়া হয়, কিন্তু ভাড়াকোকিল, ময়না, শালিক হয় না কেন?
কে এম আলরাজী, শ্রীপুর, গাজীপুর।
- সবাই তো আর টিয়াদের মতো ভাড়া বাসায় থাকে না! বাকিরা নিজেদের বাড়িতে থাকে তো তাই।
ঘোষণা
প্রিয় পাঠক, মনে যত অবান্তর প্রশ্ন জাগে সেসব প্রশ্ন মনের ভেতর চেপে না রেখে পাঠিয়ে দিন বিচ্ছু দফতরে। প্রশ্নের সঙ্গে নাম ঠিকানা লিখতে ভুলবেন না। আপনাদের যত অবান্তর প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব দিবেন বিচ্ছুর বিভাগীয় সম্পাদক।
সুতরাং বেশি বেশি প্রশ্ন পাঠান।
জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করুন।
প্রশ্ন পাঠান এই ঠিকানায়
বিভাগীয় সম্পাদক
অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
বিচ্ছু, দৈনিক যুগান্তর
ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯
মেইল : bicchoojugantor@gmail.com
