কমিকস পর্ব-৩
বিট্টু গিট্টুর কাণ্ডকীর্তি
লেখা : ইমন চৌধুরী, আঁকা : শফিক হীরা
প্রকাশ: ১৩ মার্চ ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিট্টু-গিট্টু দুইটাই খুব বদ হইছে! দুইটারে এক লগে সাইজ করতে হইব!
এ দেখি মেঘ না চাইতেই বৃষ্টি! দুইজন এদিকেই আসছে!
ওই দেখ, বখাটে মনির দাঁড়িয়ে আছে।
সাবধান!
মনিরের মতলব বুঝতে পারছি না।
চিন্তা করিস না। দেখ, ওকে কিভাবে সায়েস্তা করি।
ইস্টপ ইস্টপ!
দুইজন দেখি এক লগে!
কী মতলব?
কোনো মতলব নাই। আমরা মাঠে খেলতে যাই।
তোর হাতে এইটা কী?
এটা একটা খেলনা। আমার ছোট মামা বিদেশ থেকে পাঠিয়েছেন।
বিদেশি খেলনা! তাইলে তো অনেক ট্যাকা দাম হইব! এই খেলনা কাইড়া নিতে হইব!
খেলনাটা দিয়া এইখান থেকে ভাগ!
হে হে হে... সুন্দর খেলনা!
আগে খুইলা দেখি।
ওরে বাবা!
একেই বলে উচিত শিক্ষা!
