Logo
Logo
×

বিচ্ছু

প্যান্ট এবং হাফপ্যান্ট বিভ্রাট

Icon

লেখা : তারেকুর রহমান, আঁকা : কাওছার মাহমুদ

প্রকাশ: ২০ মার্চ ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আমার ভাগ্যটাই খারাপ! অনলাইনে প্যান্ট অর্ডার করে হাফপ্যান্ট পেলাম!

আমার ভাগ্য আরও খারাপ! আমি শার্ট অর্ডার করে কামিজ পেয়েছি!

গুলিস্তান থেকে কিছু কিনে বিদেশি বলে চালিয়ে দিস। এরপরও ভাবি তোকে এত বিশ্বাস করে?

এক ভুয়া অনলাইনে একই জিনিস সে বিদেশি বলে অর্ডার করেছে। এরপর থেকে আমার প্রতি তার বিশ্বাস আরও বেড়ে গেছে!

স্যার, আপনি যে ঠিকানা দিয়েছেন- এ নামে তো কোনো ঠিকানা খুঁজে পাচ্ছি না। হয়রানি করলেন কেন?

সব সময় তো আপনারাই প্রতারণা করেন। এবার না হয় আমি একটু করলাম।

বসে বসে কাগজ চিবাচ্ছেন কেন ভাই?

বিস্কুট অর্ডার করছিলাম, পেয়েছি কাগজ ভর্তি বাক্স! টাকা দিয়ে কেনা। তার ওপর খালি পেট!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম