Logo
Logo
×

বিচ্ছু

পাঠকবাড়ি রসের হাঁড়ি

পদার্থ এবং গণিতের প্রেম!

Icon

মো. নাঈম উদ্দিন

প্রকাশ: ২০ মার্চ ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ম্যাথ আর ফিজিক্স দুজন দুজনকে খুব ভালোবাসে। তাদের প্রেম কাহিনি সবার মুখে মুখে। লাইব্রেরির চিপায়, স্কুল-কলেজের বোরিং লেকচারে! তাদের ভালোবাসা তুমি না খাইলে আমিও খাবো না টাইপ! একদিন ফিজিক্স বলল, ‘বাবু খাইছো?’

ম্যাথ বলল, ‘হুম বাবু, এইমাত্র খেলাম অন্বয় আর ফাংশনের ভর্তা দিয়ে। তুমি খাইছো বাবু?’

‘হুম, আমিও খাইছি কোয়ান্টাম মেকানিক্সের চাটনি দিয়ে!’

এদিকে ইদানীং ম্যাথের সঙ্গে আবার

ইকোনমিকসেরও একটা সম্পর্ক তৈরি হয়েছে। ওদের প্রেমের পরিসংখ্যান বহুপদী সমীকরণকেও হার মানাবে।

হঠাৎ একদিন কেমেস্ট্রি উভমুখী বিক্রিয়ার মতো এসে ফিজিক্সকে ম্যাথ আর ইকোনমিকসের অবৈধ সম্পর্কের কথা জানিয়ে দিল।

শুনে ফিজিক্স রাগে ক্ষোভে ব্লেড দিয়ে নিজের হাত কাটতে বসল। ঠিক ওই সময় ম্যাথ এসে বলল, ‘বিশ্বাস করো বাবু, আমার আর ইকোনমিকসের মধ্যে তেমন কিছু হয়নি। শুধু একবার কক্সবাজার গিয়েছিলাম গোসল করতে। বিশ্বাস করো তোমাকে আমি পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের মতো ভালোবাসি।’

ফিজিক্স বুঝতে পেরে ম্যাথের বাবা-মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেল। ম্যাথের বাবা ছিল জুলজি আর মা ছিল বোটানি।

জুলজি বলল, ‘কী! এতবড় সাহস! আমার মেয়েকে বিয়ে করতে চাও? কী আছে তোমার?’

ফিজিক্স বলল, ‘আমার কাছে বুক ভরা ভালোবাসা আছে। আপনার মেয়েকে ছাড়া আমি অচল। আমাদের প্রেমের ভরবেগ এতটাই জটিল যে কেউ তাকে সহজে পেতে পারে না। আমাদের কৌণিক দূরত্ব, স্থানাংক, কাল সবি একে অপরের সঙ্গে যুক্ত। আমি আপনার মেয়েকে ক্যালকুলাসের মতো ভালোবাসি।’

জুলজি বলল, ‘না, আমি এই বিয়ে মেনে নেবো না।’

ম্যাথ তার মাকে বলল, ‘মা, তুমি কিছু বলো।’

বোটানি বলল, ‘তোর বাবা ঠিক বলছে ম্যাথ। তোর বিয়ে আমরা পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে ঠিক করেছি। সে বসে বসে অনেক টাকা ইনকাম করে। তোর তাকেই বিয়ে করতে হবে।’

তারপর দিন ম্যাথ ফিজিক্সের সঙ্গে পালিয়ে গেল। এরপর থেকে কেউ ওদের ধরতে পারেনি। তবে এখনো ম্যাথের সঙ্গে ইকোনমিকস আর কেমিস্ট্রির মাঝেমধ্যে কথা হয়। জাস্টফ্রেন্ড! এর বেশি কিছু না!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম