কমিকস পর্ব-৪
বিট্টু গিট্টুর কাণ্ডকীর্তি
লেখা : ইমন চৌধুরী, আঁকা : শফিক হীরা
প্রকাশ: ২০ মার্চ ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মনির বেশ ফুরফুরে মেজাজে
রাস্তার পাশে দাঁড়িয়ে আছে।
আজ তার একটি বিশেষ দিন।
কিন্তু বিধিবাম! বিট্টু গিট্টুর চোখে সে ঠিকই ধরা পড়ে গেল।
কই যাও লিজা?
কলেজে যাই।
তোমারে আমি একটা কিছু দিতে চাই।
কী দিতে চান?
এই নাও তোমার জন্য!
