Logo
Logo
×

বিচ্ছু

কমিকস পর্ব-৫

বিট্টু গিট্টুর কাণ্ডকীর্তি

Icon

লেখা : ইমন চৌধুরী, আঁকা : শফিক হীরা

প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

দুধে বেশি কইরা পানি মেশাবি! দুই লিটার দুধে দুই লিটার পানি!

চিন্তা করবেন না চাচা! দুধ আর পানি সমান সমানই হইব!

যাই, দুধ বেচেতে যাই।

চাচায় কইছে দুই লিটার মিশাইতে। আমি মিশাইছি তিন লিটার! আমারও ম্যালা টাকা লাভ হইবো।

হে হে হে...!

এই দুধ রাখবেন দুধ, খাঁটি গরুর দুধ!

দেখ গিট্টু, গোয়ালা ব্যাটা দুধে ময়লা পানি মেশাচ্ছে। কিছু একটা করা দরকার।

জলদি একটা বুদ্ধি বের কর।

চিন্তা করিস না, এই বদ গোয়ালাকে আজই কঠিন একটা শিক্ষা দেব।

বুদ্ধি পেয়েছি!

তোর বেলুনটা আমাকে দে তো!

ওরে বাবা! বোমা ফাটছে! জান নিয়া পালাই!

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম