রফিকুল হক দাদুভাই এর কুট্টুস
স্বাস্থ্য নিয়ে ব্যস্ত
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্বাস্থ্য নিয়েই
ব্যস্ত এখন
মস্ত বড়
বিশ্বটাই,
বুঝতে পারি
মানুষ কেমন
বুদ্ধিহারা
নিঃস্ব-তাই!
আসছি জেনে
চিরকালই
স্বাস্থ্য সকল
সুখের মূল,
হাল জামানায়
সন্দেহ হয়
ওই ধারণা
হয়তো ভুল!
অতিমারির বিভীষিকা
এড়াতে আজ নিচ্ছি টিকা,
মাস্ক পরতে জানছি তাই-
স্বাস্থ্যবিধি মানছি ভাই!
