|
ফলো করুন |
|
|---|---|
হাস্যরসের জন্য ততদিনে গোপালের সুনাম ছড়িয়ে পড়েছে অনেকদূর পর্যন্ত। একদিন গোপাল বিশেষ কোনো কাজে এক ভিন গ্রামে উপস্থিত হলেন। সে গ্রামের মেয়ে-বউরা গোপাল এসেছে জানতে পেরে তার কথা শোনার জন্য ভিড় করল। গোপালের কাছে তারা হাসির গল্প শুনতে চাইল। গোপাল তার উত্তরে জানালেন, পয়সা ছাড়া তিনি গল্প বলেন না। তখন একজন মহিলা গোপালকে পঞ্চাশ পয়সা দিলেন। গোপাল পয়সা ট্যাঁকে গুঁজে গল্প শুরু করলেন, ‘এক রাজা ছিল, আর তার ছিল দুই রানী। সুয়োরানী আর দুয়োরানী। রাজা একদিন হঠাৎ অন্দরমহলে ঢুকে দেখলেন, দুই রানী দরজা দিয়ে মনের আনন্দে শুকনো মরিচ পুড়িয়ে পান্তাভাত খাচ্ছে।’
এ কথা শুনেই মেয়ে-বউরা বলে উঠল, ‘কী গো গোপাল, রাজবাড়ির রানীরা বুঝি পান্তাভাত খায়? এ আবার কেমন কথা হলো!’
শুনে গোপাল জবাব দিলেন, ‘পঞ্চাশ পয়সায়
পান্তাভাত খাবে না তো কি ঘি-ভাত খাবে? পোলাও-কোত্তা খেতে অনেক পয়সা লাগে
হুঁ। পঞ্চাশ পয়সার গল্পে তাই রানীরা পান্তাভাতই খায়!’
