কমিকস পর্ব ৬
বিট্টু গিট্টুর কাণ্ডকীর্তি
লেখা : ইমন চৌধুরী, আঁকা : শফিক হীরা
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এই দুধ দুধ, এক গেলাস দশ ট্যাকা, দশ ট্যাকা...
দুধ খাও; শক্তি বাড়াও!
আইজ কুনো ভ্যাজাল করবা না। এই নাও, তোমরা দুই গেলাস ফিরি খাও! আমারে শান্তিতে দুধ বেচতে দাও।
আমরা আবার ভেজাল করলাম কখন! আচ্ছা, দুধ দেন খেয়ে দেখি।
এই নাও গরম গরম দুধ। ঝটপট খাইয়া চটপট কাইটা পড়ো।
হে হে হে...
আমি এহন শান্তিতে পোলাপানের কাছে দুধ বেচুম।
এই দুধ দুধ, এক গেলাস
দশ ট্যাকা, দশ
ট্যাকা...
দুধওয়ালা দুধে ভেজাল পানি মিশিয়েছে। এই দুধ খেলে তো ছাত্ররা অসুস্থ হয়ে পড়বে!
একটা বুদ্ধি আসছে মাথায়। একটা হাতে লেখা পোস্টার নিয়ে ওর ঠিক পেছনে দাঁড়াই চল।
আজব ঘটনা তো!
এই দুধে নোংরা
পানি মিশিয়েছে।
কেউ দুধ
খাবে না।
ঘটনাটা কী! পোলাপান দুধ না খাইয়া কেবল তাকাইয়া থাকে ক্যান!
