Logo
Logo
×

বিচ্ছু

মার্শাল আর্ট

Icon

প্রকাশ: ১২ জুন ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

রাতে একটা পানশালায় বসে ছিল জেমস। এমন সময় এক লোক এসে বসল তার সামনে। লোকটার চেহারা চীনাদের মতো। বসেই লোকটা বিয়ারে চুমুক দিতে থাকল।

লোকটাকে আগাগোড়া দেখল জেমস। তারপর জানতে চাইল, ‘আপনি কি মার্শাল আর্ট জানেন? যেমন ধরুন- কুংফু, কারাতে কিংবা জুজুৎসু?’

লোকটা বলল, ‘না রে ভাই, আমি ওসব কিছুই জানি না।’

‘তাই নাকি!’ জেমস নিশ্চিত হতে আবারও জানতে চাইল, ‘সত্যি আপনি ওসব জানেন না?’

‘হ্যাঁ রে ভাই, জানি না। ওসব মারামারির মধ্যে আমি নেই। আমি চীনের মানুষ বলেই কি আপনি এটা জানতে চাইছেন?’

‘না, এজন্য নয়।’ কটমটে চোখে লোকটার দিকে তাকিয়ে জেমস বলল, ‘জানতে চাইছি, কারণ আপনি আমার বিয়ার পান করছেন!’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম