|
ফলো করুন |
|
|---|---|
১ম বন্ধু : পড়ালেখা তো শেষ। এখন কী করবি কিছু ভেবেছিস?
২য় বন্ধু : ভাবছি রিকশা চালাব!
১ম বন্ধু : এতকিছু থাকতে রিকশা কেন?
২য় বন্ধু : কারণ একমাত্র রিকশাচালকরাই অন্যের বউ-প্রেমিকা নিয়ে ঘুরে বেড়াতে পারে!
*
এক পর্যটক গিয়েছেন আফ্রিকার জঙ্গলে বেড়াতে। গাছগাছালির ভেতর হাঁটতে হাঁটতে গাইডের সঙ্গে কথা বলছেন তিনি। কথায় কথায় গাইডের কাছে জানতে চাইলেন, ‘এখানে কোনো মানুষখেকো জংলি নেই তো?’
গাইড : নাহ, এসব কিছুই নেই।
পর্যটক : আপনি এতটা নিশ্চিত হলেন কীভাবে?
গাইড : কারণ এই জঙ্গলে শেষ যে মানুষখেকোটা ছিল-ওটাকে আমরা গত পরশু খেয়ে ফেলেছি!
*
মিতু ও নবীনের একমাত্র সন্তানের বয়স পাঁচ মাস। একদিন মিতু তার বাচ্চার সঙ্গে কথা বলছে দেখে নবীন জানতে চাইল, ‘কী করছ তুমি?
মিতু : ওর কথা সব রেকর্ড করছি।
নবীন : কেন?
মিতু : ও যখন বড় হবে তখন ওর কাছে জিজ্ঞেস করব, আসলে ও কী বোঝাতে চেয়েছিল!
*
হঠাৎ করেই লোকসানের মুখে পড়ে এক মাল্টিন্যাশনাল কোম্পানি। তাই কর্মচারীদের বার্ষিক বোনাস না দেওয়ার সিদ্ধান্ত নিল তারা। কর্মীদের সেটা সরাসরি না বলে একটি নোটিশ টাঙাল নোটিশ বোর্ডে। সেখানে লেখা-আপনি যদি দামি পোশাক পরে অফিসে আসেন, সেক্ষেত্রে আমরা বুঝব আপনি আসলে খুবই সচ্ছল, বোনাসের সামান্য কিছু টাকা না হলেও আপনার চলে যাবে। আবার যদি আপনি আজেবাজে জামা বা পোশাক পরে অফিস করেন, তাহলে আমরা নিশ্চিত আপনি ফালতু খরচ করে টাকা-পয়সা নষ্ট করেন! তাই বার্ষিক বোনাসের টাকা আপনাকে দেওয়া উচিত হবে না। কারণ সে টাকাও আপনি উড়িয়ে দেবেন! আর যদি আপনি ঠিকঠাক পোশাক পরে অফিস করেন, তবে আমরা বুঝে নেব, আপনি বেশ ভালোই আছেন। আপনার সবকিছু ঠিকঠাক চলছে। তাহলে বোনাসের টাকা নিয়ে করবেনটা কী শুনি?’
গ্রন্থনা : রাফিয়া আক্তার
