Logo
Logo
×

বিচ্ছু

জলাবদ্ধতার দিনগুলো

Icon

লেখা : সোহানুর রহমান অনন্ত * আঁকা : কাওছার মাহমুদ

প্রকাশ: ১২ জুন ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

জলাবদ্ধতার দিনগুলো

ভাই, জলাবদ্ধতায় সাঁতারের যে প্র্যাকটিস হইতাছে, সামনের ঈদে নদী সাঁতরেই বাড়ি চইলা যাইতে পারুম!

আমি তো ভাবতাছি পিঠের ওপর একজনরে তুইলা সিটিং সার্ভিস ভাড়া টানমু! গ্রামেও যাওয়া হইব আবার পয়সাও

ইনকাম হইব!

পানিতে ঘর থিকা

এক পা বাইর হইতে পারি না, আর তুই কইতাছস পানি থাকলেই ভালো!

ভালোই তো! দেশে যেইভাবে কদিন পরপর ভূমিকম্প হইতাছে, পানি থাকলে অন্তত জানালা দিয়া পানিতে লাফ

দিতে পারুম!

এলাকায় আপনার একটা প্রভাব আছে বইলা কি আপনার ছোট ভাই রাস্তার দুই পাশের গাছ সব কাইটা মৎস খামার বানাইব?

ও তো ঠিকই করতাছে! এই সিজনে যে পরিমাণ ঝড়-তুফান হইতাছে, তাতে কখন কার মাথায় গাছ ভাইঙা পড়ে ঠিক নাই! তাই গাছ কাইটা এলাকা বিপদমুক্ত করতাছে!

জলাবদ্ধতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম