|
ফলো করুন |
|
|---|---|
‘এই দেখো কী খাট এনেছি-পাকা কাঠের জিনিস,
বেডের নিচে কুটুরকুটুর আজকে থেকেই ফিনিশ।
পোক্ত গাছের তক্তা দিয়ে শক্ত করে গড়া,
ঘুণরা এসে দাঁত বসালে এবার খাবে ধরা।
লোহার ভেতর যে গুণ আছে এতেও আছে সে গুণ,
এই যে দেখো গ্যারান্টি কার্ড-‘অরিজিনাল’ সেগুন।’
গিন্নি খুশি-খাট আমাদের আর খাবে না ঘুণে,
দুঃখ পেল ঘুণরা ওদিক ‘অরিজিনাল’ শুনে।
সবাই তারা উপোস থাকে, শুকনো মুখে ঘোরে-
খাট কাটতে শুনি না আর কুটুরকুটুর করে।
আর কতকাল উপোস থেকে নাকাল হবে খিদায়?
অরিজিনাল সেগুন বুঝি ফেলল অসুবিধায়?
হঠাৎ আবার আওয়াজ শুনি-চলছে বুঝি করাত-
ওদের তবে খুলল আবার খানাপিনার বরাত?
তিন-তিন মাস উপোস ছিল অরিজিনাল ভেবে,
ফাঁকি দেওয়ার উসুল এবার ষোলোআনা নেবে।
এদিক দিয়ে ডাঁসা কাটে, ওদিক দিয়ে পায়া,
সেগুন কাঠের প্রতি ওদের নেই মমতা মায়া।
সকালবেলায় আমরা দেখি মেঝের পরে শোয়া-
রাতেরবেলা আমাদের ওই খাট গিয়েছে খোয়া।
