|
ফলো করুন |
|
|---|---|
মানুষ ঘুমালে স্বপ্ন দেখে। আর জেগে থাকলে কী দেখে?
নাছির বিন হানিফ
কালিগঞ্জ, গাজীপুর।
- জেগে থাকলে নানা সমস্যায় চোখে
সরষেফুল দেখে!
না পড়েও কীভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়?
সাইয়াদুর রহমান শাওন
রাজারহাট, কুড়িগ্রাম।
- ঘুমিয়ে পড়ার পরও যেভাবে জেগে থাকা যায়
ঠিক সেভাবে!
আচ্ছা, আমি কীভাবে বুঝব বাংলাদেশে বসবাস করছি?
মৌমিতা মিতু
পল্লবী, ঢাকা।
- আধা ঘণ্টার পথ জ্যামে পড়ে দুই ঘণ্টা লাগলেই বুঝে নেবেন!
আকাশের তারাগুলো মিটমিট করে জ্বলে কেন বলুন তো?
কৌশিক দাশ
ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা।
- যতদূর মনে হচ্ছে ভোল্টেজে বোধহয়
সমস্যা আছে!
আচ্ছা, সংসারে অশান্তির বড় দুটি কারণ কী বলে মনে করেন?
মামুন হোসেন
ষোলশহর, চট্টগ্রাম।
- হিন্দি সিরিয়াল এবং টেলিভিশনের
রিমোর্ট!
তালেব ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র! কী বুঝলেন?
সোহেল আহমেদ
ঘাটাইল, টাঙ্গাইল।
- বুঝলাম তালেব ভাই মানুষটা আসলে
সুবিধার না!
মহা অবান্তর প্রশ্ন
শুনলাম আপনার মাথায় নাকি
একটা কাক বাসা বেঁধেছে?
নাদিয়া আফরিন, ইডেন কলেজ, ঢাকা।
- ঠিকই শুনেছেন। আপনার মাথায়
তো অনেকদিন ছিল। এক মাথায় আর কত!
ঘোষণা
প্রিয় পাঠক, মনে যত অবান্তর প্রশ্ন জাগে সেসব প্রশ্ন মনের ভেতর চেপে না রেখে পাঠিয়ে দিন বিচ্ছু দফতরে। প্রশ্নের সঙ্গে নাম ঠিকানা লিখতে ভুলবেন না। আপনাদের যত অবান্তর প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব দিবেন বিচ্ছুর বিভাগীয় সম্পাদক।
সুতরাং বেশি বেশি প্রশ্ন পাঠান।
জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করুন।
প্রশ্ন পাঠান এই ঠিকানায়
বিভাগীয় সম্পাদক
অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
বিচ্ছু, দৈনিক যুগান্তর
ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯
মেইল : bicchoojugantor@gmail.com
