|
ফলো করুন |
|
|---|---|
আচ্ছা ভাই, বলুন তো- শীতকালের চেয়ে গরমকালে
বিয়ে কম হয় কেন?
গাজী ফরহাদ
নাঙ্গলকোট, কুমিল্লা।
-গরমে করলে শ্বশুরবাড়ি থেকে কম্বল পাওয়ার সম্ভাবনা কম
তো তাই।
বলুন তো, স্বামী মরলে মেয়েরা বিধবা হয়, আর বউ মরলে স্বামীদের কী হয়?
আর.এম. নোমান
কর্ণফুলী, চট্টগ্রাম।
-কী আর হবে! বউ মরলে স্বামীদের আরেকটি বিয়ে করার সুযোগ তৈরি হয়!
আচ্ছা, সত্য কথার স্বাদ তিতা হলে মিথ্যা কথার স্বাদ কেমন হবে বলুন তো?
জি.এম.এস আহমদ রেজা
শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
-এটা নির্ভর করে ধরা খাওয়ার ওপর। ধরা খেলে স্বাদ অতি বেদনাদায়ক হয়!
যিনি নিজের জন্য ভাবেন আমরা তাকে ‘স্বার্থনিজ’ না বলে ‘স্বার্থপর’ বলি কেন?
মো. হাসানুর রহমান
লালমনিরহাট।
-অনেক কিছুর মতো আমাদের চিন্তা-ভাবনার মধ্যেও ভেজাল আছে তো তাই।
আচ্ছা, পরীক্ষার হলে সব মুখস্থ পড়াও আমরা ভুলে যাই কেন, বলুন তো?
মোঃ শাহরিয়ার ইবনে হোসেন
মাইজদী, নোয়াখালী।
-রিকশা চালানোর ভয়ে! ফেল করলে পিতা যদি সত্যি রিকশা কিনে দেন তাই!
বলুন দেখি, যে প্রশ্নের কোনো উত্তর হয় না সেই প্রশ্ন পাঠালে কী উত্তর দেবেন?
মাহিয়া মিতু
ইডেন কলেজ, ঢাকা।
-কী উত্তর দেব তার জন্য তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করতে হবে।
মহা অবান্তর প্রশ্ন
আচ্ছা বলুন তো ভাই, মানুষ কত কিছু খায় কিন্তু কখনো ঘাস খায় না কেন?
অপূর্ব দাস, গাঙ্গিনাপাড়, ময়মনসিংহ।
-খায় তো! মানুষ প্রায়ই একে অন্যের কাছ থেকে বাঁশ খায়! আর উদ্ভিদ বিজ্ঞানের তত্ত্ব মতে বাঁশ হচ্ছে সবচেয়ে বড় প্রজাতির ঘাস।
ঘোষণা
প্রিয় পাঠক, মনে যত অবান্তর প্রশ্ন জাগে সেসব প্রশ্ন মনের ভেতর চেপে না রেখে পাঠিয়ে দিন বিচ্ছু দফতরে। প্রশ্নের সঙ্গে নাম ঠিকানা লিখতে ভুলবেন না। আপনাদের যত অবান্তর প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব দিবেন বিচ্ছুর বিভাগীয় সম্পাদক।
সুতরাং বেশি বেশি প্রশ্ন পাঠান।
জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করুন।
প্রশ্ন পাঠান এই ঠিকানায়
বিভাগীয় সম্পাদক
অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
বিচ্ছু, দৈনিক যুগান্তর
ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯
মেইল : bicchoojugantor@gmail.com
