Logo
Logo
×

বিচ্ছু

একটু না হয় হাসুন

Icon

গ্রন্থনা : রাফিয়া আক্তার

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

একটু না হয় হাসুন

পার্টিতে এক লোক বসে আছে। একটু পর এক সুন্দরী তরুণী এসে বলল, ‘আপনি কি নাচতে ইচ্ছুক?’

লোকটি উৎফুল্ল হয়ে বলল, ‘অবশ্যই ইচ্ছুক!’

মেয়েটি এবার মুচকি হেসে বলল, ‘তাহলে চেয়ারটা ছাড়ুন। আমি একটু বসব!’

এক বন্ধু ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে কোনোমতে জীবন রক্ষা করে সুস্থ হয়ে উঠার পর এক বন্ধুর সঙ্গে দেখা। বন্ধু বলল, ‘দোস্ত, চল রাস্তা থেকে একটু ঘুরে আসি।’

‘না দোস্ত, আমি বাইরে যাব না, সমস্যা আছে।’

‘কেন? কী সমস্যা?’

‘ওই ট্রাকের পেছনে লেখা ছিল, ধন্যবাদ! আবার দেখা হবে!’

১ম বন্ধু : দোস্ত, আমি কখনো বিয়ে করব না। মেয়েদের আমার খুব ভয় লাগে!

২য় বন্ধু : আরে ধুর বোকা! বিয়ে করে ফেল। তারপর দেখবি কেবল একজনকেই ভয় লাগছে, আর বাকি সবাইকে ভালো লাগছে!

হাসুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম