কৌতুক রঙ্গ
সাহস ও সমস্যার পার্থক্য
কাওছার মাহমুদ
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণী কে?
কে আবার গরু! নিজে পানি খায় আর মানুষকে দেয় দুধ।
বল তো, সাহস আর সমস্যার মধ্যে পার্থক্য কী?
আমি আপনার মেয়ের সঙ্গে প্রেম করি এটা হচ্ছে সাহস! আর এখন আপনি তা জেনে গেলেন এইটা হচ্ছে সমস্যা!
