আধুনিক কেনাকাটার অত্যাধুনিক বিপত্তি
লেখা : সোহানুর রহমান অনন্ত ষ আঁকা : কাওছার মাহমুদ
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কী ব্যাপার, আমি অর্ধেক দামে অর্ডার করলাম লুঙ্গি! আর পাঠালেন গামছা! এইটা
কেমন মশকরা!
ওহ নো, এইটা তো কোনো সমস্যাই না স্যার। মাঝখানে একটা সেলাই মেরে দিলেই তো গামছা থেকে লুঙ্গি হয়ে যাবে!
কী ব্যাপার, এক সপ্তাহের ছুটি দিলাম আর আপনি দুই মাস পর অফিসে আসলেন, অফিসটাকে কি শ্বশুরবাড়ি মনে হয়?
আসলে স্যার আমি আগে একটা ভুয়া ই-কমার্সে কাজ করতাম তো, তাই এক সপ্তাহ বলতে
দুই-তিন মাসই বুঝি!
