অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আচ্ছা আমাদের সবার
গলার স্বর এক রকম হয়
না কেন?
সাহাদাত রাকিব
সোনাগাজী, ফেনী।
- যাতে শ্যালিকা ফোন করলে বউ ভেবে উল্টাপাল্টা কথা বলতে না পারেন তাই।
ঘুম ভেঙে যদি শুনেন আপনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তখন
কী করবেন?
জুবায়েদ মোস্তফা
সুহিলপুর, ব্রাহ্মণবাড়িয়া।
- সঙ্গে সঙ্গে হোয়াইট হাউসটা বিক্রি করে কিছু পয়সা কামিয়ে নেওয়ার চেষ্টা করব।
আমি আপনি আর আপনি
আমি হলে কোন প্রশ্নটি করতেন?
সোমা. মুৎসুদ্দী
নন্দনকানন, চট্টগ্রাম।
-পাওনা টাকা ফেরত দিচ্ছেন কবে? এমনিতে দেবেন নাকি মামলা করতে হবে?
হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও তা! মরা হাতির এত দাম কেন?
কাব্য কবির
তালতলী, বরগুনা।
- সস্তা হলে লোকজন গরুর মাংস বলে খাবার হোটেলে চালিয়ে দিতে পারে তাই!
মায়ের আঁচলে থাকলে লক্ষী ছেলে, বউয়ের আঁচলে থাকলে
কী বলে?
দ্বীন মোহাম্মদ দুখু
মালিবাগ, ঢাকা।
-তখন আর কিছু বলে না, লোকজন দেখলে কেবল মুচকি মুচকি হাসে।
