কৌতুক রঙ্গ
স্কুল খোলার পর একদিন
কাওছার মাহমুদ
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্কুল খোলার পর প্যারেন্ট’স মিটিং
ম্যাডাম আমাকে চিনতে পারেননি? আমি রনির বাবা।
চিনি তো, অনলাইনে ক্লাসের সময় পেছনে অনেকবার আপনাকে ঝাড়ু দিতে আর ঘর মুছতে দেখেছি!
অনেক খোঁজাখুঁজি করেও রিমোটটা খুঁজে পাচ্ছি না। কোথাও কি দেখেছ?
আরে বাবা আমাকে জিজ্ঞেস করছ কেন? গুগলে সার্চ দিলেই তো হয়!
জামিনে মুক্তি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে উকিলের বাসায় চোর
স্যার, আপনি আমার অনেক উপকার করলেন, মাঝে মাঝে আপনার কাছে আসব।
তা আসবে, তবে দয়া করে রাতে আসবে না।
