গরম যখন চরম
লেখা : সোহানুর রহমান অনন্ত ষ আঁকা : কাওছার মাহমুদ
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টাকার বদলে পেঁয়াজ
ভাবি, এই দুর্দিনে আপনার ঘরে এতগুলো পেঁয়াজ! হঠাৎ করে কোনো বড় লটারি পাইলেন নাকি?
না ভাবি, গতকাল ছেলেপক্ষ আমার মেয়েকে দেখতে এসে এক কেজি পেঁয়াজ দিয়ে গেছে। অনেক টাকা পয়সার মালিক! বুঝতেই পারছেন।
দাম শোনার প্রতিক্রিয়া
তোরে বললাম দোকানে গিয়ে তোর বাপের নাম বলে চাল-ডাল বাকি আনবি। আর তুই খালি হাতে এসে বাসায় টিভি দেখতাছিস!
গেছিলাম তো চাল-ডাল আনতে। কিন্তু দোকানদার এমন দাম চাইল যে বাপের নামই ভুলে গেছি মা!
পেঁয়াজ ধোয়া পানি
একমাত্র আমরাই দিচ্ছি এক নাম্বার পেঁয়াজ ধোয়া পানি! নকল পানি কিনে প্রতারিত হবেন না। আসল টাকলা মার্কা দেখে খরিদ করুন।
যেভাবে দাম বাড়তাছে তাতে পেঁয়াজ কিনে খাওয়ার অবস্থা নাই! দেন ভাই, দুই বোতল। গরিবের কপালে পানি ছাড়া আর কী আছে!
অনলাইনে ভুয়া অফার
আপনাদের অনলাইনে অর্ডার করলেই বাই ওয়ান গেট ওয়ান অফার ছিল। কিন্তু এক কেজি ভালো পেঁয়াজের সঙ্গে আরেক কেজি পঁচা পেঁয়াজ পাঠালেন কেন?
স্যার, ওটাই তো অফার! পচা পেঁয়াজ ভাবিকে রূপচর্চার জন্য দিবেন। তাহলে এত দামি ভালো পেঁয়াজগুলো রান্নায় কাজে লাগাতে পারবেন।
