Logo
Logo
×

বিচ্ছু

ছড়া

লাগল আগুন কোথায়?

Icon

রায়হান ফেরদৌস

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আগুন লাগছে আগুন লাগছে

কারও বসত বাড়িতে?

একদমই না, তাইলে কোথায়?

নতুন বউয়ের শাড়িতে!

একদমই না; লাগল কোথায়?

বাসু কাকার দালানে?

একদমই না, লাগল কি ফের?

সিমেন্ট, বালুর চালানে।

একদমই না; লাগল কোথায়?

ভণ্ড পীরের মাজারে?

একদমই না; লাগছে আগুন

ভেজিটেবল বাজারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম