অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঘোড়া ডিম পাড়ে না তবুও লোকজনের মুখে ঘোড়ার ডিম কথাটি বেশি শোনা যায় কেন?
শোয়াইব আল হাসান
শ্রীবরদী, শেরপুর।
- আপনাকে কে বলেছে বেশি শোনা যায়! কথাটা ঠিক না, যতসব ঘোড়ার ডিমের প্রশ্ন করেন!
বিচ্ছু তো সবকিছু জানে! সব প্রশ্নের উত্তর দেয়। তাহলে বলুন তো, কঞ্জুস জুস নয় কেন?
সোমা মুৎসুদ্দী
চট্টগ্রাম।
- জুস কিনতে টাকা লাগে। টাকা খরচ হবে বলে কঞ্জুস কখনো জুস কিনে খায় না তাই!
আচ্ছা ভাই বলুন তো, মাইনাসে মাইনাসে প্লাস হলে, প্লাসে প্লাসে মাইনাস হয় না কেন?
সাফিন আহমেদ
নান্দিনা, জামালপুর।
- প্লাসে প্লাসে যদি সব মাইনাস হয়ে যায় তাহলে আর কিছু অবশিষ্ট থাকে না তো তাই!
গরমকালে তো গরম লাগে। তাহলে শীতকালে আমাদের কাছে এত ঠান্ডা লাগে কেন?
সাহাদাত রাকিব
সোনাগাজী, ফেনী।
- শীতকালেও গরম লাগলে শীতকালের ইজ্জত থাকে না! ইজ্জত বাঁচাতে তাই ঠান্ডা লাগে!
বলুন তো, গরু যদি কথা বলতে পারত তাহলে তার মালিককে কী বলে ধমক দিত?
মো. জোবাইদুল ইসলাম
মীরসরাই, চট্টগ্রাম।
- কথায় কথায় লোকজনকে গরু বলে গালি দেবেন না! আমাদের একটা মান-সম্মান আছে!
মহা অবান্তর প্রশ্ন
বাচ্চাদের উচ্চতা বাড়ানোর জন্য কত রকমের খাবার আছে। উচ্চতা কমানোর কিছু নেই?
ফাতিমা তাহসিন, গেণ্ডারিয়া, ঢাকা।
- মোবাইল আছে। যেভাবে মাথা নিচু করে বাচ্চারা মোবাইলে গেমস খেলে তাতে উচ্চতা এমনিতেই দিন দিন কমে যেতে পারে!
ঘোষণা
প্রিয় পাঠক, মনে যত অবান্তর প্রশ্ন জাগে সেসব প্রশ্ন
মনের ভেতর চেপে না রেখে পাঠিয়ে দিন বিচ্ছু দফতরে। প্রশ্নের সঙ্গে নাম ঠিকানা লিখতে ভুলবেন না। আপনাদের যত অবান্তর প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব দেবেন বিচ্ছুর বিভাগীয় সম্পাদক। সুতরাং প্রশ্ন পাঠান এবং জ্ঞানের
ভাণ্ডার সমৃদ্ধ করুন।
প্রশ্ন পাঠান এই ঠিকানায় : বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ মেইল : bicchoojugantor@gmail.com
