Logo
Logo
×

বিচ্ছু

চিরায়ত রস

ঝগড়া

Icon

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

গোপাল ভাঁড়ের ভাইপো আর তার স্ত্রীর মধ্যে ভীষণ ঝগড়া বেঁধেছে। মধ্যস্থতা করতে এগিয়ে এলেন গোপাল। বললেন, ‘বলি কী নিয়ে এত ঝগড়া হচ্ছে শুনি?’

গোপালের ভাইপো বললেন, ‘দেখুন তো কাকা, আমি আগামী বছর একটা দুধেল গাই কিনব বলেছি। আর আমার স্ত্রী বলছে সে নাকি গাইয়ের দুধ দিয়ে পায়েস রাঁধবে।’

ভাইপোর স্ত্রীও সমান তেজে চেঁচিয়ে উঠলেন। দু’হাত তুলে দুজনকে থামতে ইঙ্গিত করে গোপাল বললেন, ‘আস্তে আস্তে! গাধা নাকি তোরা?’ তারপর দুজন একটু ঠাণ্ডা হলে গোপাল ভাইপোকে বললেন, ‘আরে গাধা, তোর বউয়ের পায়েস রাঁধা তো পরের কথা। আমি যে বাড়ির পেছনে সবজির বাগান করেছি, সেসব যে তোর গরু খাবে, সে খেয়াল আছে শুনি?’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম