অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আচ্ছা বলুন তো ভাই, মানুষের
দোষ ধরলে মানুষ খুশি
হয় না কেন?
আসাদ বিন শফিক
জামালগঞ্জ, সুনামগঞ্জ।
- মানুষ তার আসল চেহারাটা লুকিয়ে রাখতে পছন্দ করে
তো তাই।
আচ্ছা ভাইয়ের বউকে ভাবি
বলি, শালার বউকে শালী
বলি না কেন?
মিজানুর রহমান
মেলান্দহ, জামালপুর।
- বলেই দেখুন না। তবে
আপনার পরিণতির জন্য বিচ্ছু
দায়ী থাকবে না।
বলুন তো, যেদিন অফিসে
ইন্টারনেট থাকে না সেদিন
কী করেন?
মো. জাহিদুল ইসলাম
কালিহাতী, টাংগাইল।
- সেদিন ইউরোপ-আমেরিকা
ভ্রমণ করি! মানে ঘুমের
ভেতর স্বপ্নে!
আচ্ছা ভাই, বিপদের সময়
বউয়ের হাত থেকে বাঁচার
উপায় কী?
আবদুল্লাহ বিন রওহা তুহিন
শ্যামলী ম্যাটস, ঢাকা।
- উপায়টা আমারও জানা নেই।
জানতে পারলে দ্রুত আমাকে
জানাবেন।
সমালোচনা এক প্রকার আলোচনা
হলেও কোন্দল কোনো দল
নয় কেন?
জুবায়েদ মোস্তফা
সুহিলপুর, ব্রাহ্মণবাড়িয়া।
- কোন্দল করে কোনো দল শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না
তো তাই।
মহা অবান্তর প্রশ্ন
ভাইয়া, খাবার হোটেলগুলোতে মোরগ পোলাও পাওয়া যায়, মুরগি পোলাও পাওয়া যায় না কেন?
এনাম আনন্দ, হোমনা, কুমিল্লা।
- মুরগি পোলাও-ও পাওয়া যায়। যদি মুরগি পোলাও খেতে চান ওদের বলবেন। দেখবেন ওরা মোরগ-পোলাওকেই মুরগি পোলাও বলে চালিয়ে দেবে তখন!
ঘোষণা
প্রিয় পাঠক, মনে যত অবান্তর প্রশ্ন জাগে সেসব প্রশ্ন
মনের ভেতর চেপে না রেখে পাঠিয়ে দিন বিচ্ছু দফতরে। প্রশ্নের সঙ্গে নাম ঠিকানা লিখতে ভুলবেন না। আপনাদের যত অবান্তর প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব দেবেন বিচ্ছুর বিভাগীয় সম্পাদক। সুতরাং প্রশ্ন পাঠান এবং জ্ঞানের
ভাণ্ডার সমৃদ্ধ করুন।
প্রশ্ন পাঠান এই ঠিকানায় : বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ মেইল : bicchoojugantor@gmail.com
