পাচারের নানা আচার
লেখা : সত্যজিৎ বিশ্বাস, আঁকা : কাওছার মাহমুদ
২২ মে ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভাই, ব্যবসা কেমন?
হে হে হে... জঙ্গল তো প্রায় ভইরা গেছে, এইবার মঙ্গলে পাঠামু ভাবতেছি!
আমরা স্বল্প খরচে ঘুসখোর, মজুতদার, দখলবাজদের আমাজনের জঙ্গলে পাচার করি!
প্রতি বছর কোটি কোটি টাকা পাচার হয় অথচ কেউ টের পায় না! কাকে দোষ দিবি?
কেন? দোষ তো সব পাচারকারীর। পাচার করার সময় যথাযথ কর্তৃপক্ষকে একটু জানাতে পারে না!
বিদেশে টাকা পাচার করেন, লজ্জা করে না?
লজ্জার কী আছে?
বউ-বাচ্চার ভবিষ্যৎ যেখানে, সেখানে টাকা পাঠাব না?
বলুন তো, বিদেশে টাকা পাচার করেন কেন?
হে হে হে...কে কয় পাচার করি! পাচার করি না তো, টাকা রপ্তানি করি!
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পাচারের নানা আচার
ভাই, ব্যবসা কেমন?
হে হে হে... জঙ্গল তো প্রায় ভইরা গেছে, এইবার মঙ্গলে পাঠামু ভাবতেছি!
আমরা স্বল্প খরচে ঘুসখোর, মজুতদার, দখলবাজদের আমাজনের জঙ্গলে পাচার করি!
প্রতি বছর কোটি কোটি টাকা পাচার হয় অথচ কেউ টের পায় না! কাকে দোষ দিবি?
কেন? দোষ তো সব পাচারকারীর। পাচার করার সময় যথাযথ কর্তৃপক্ষকে একটু জানাতে পারে না!
বিদেশে টাকা পাচার করেন, লজ্জা করে না?
লজ্জার কী আছে?
বউ-বাচ্চার ভবিষ্যৎ যেখানে, সেখানে টাকা পাঠাব না?
বলুন তো, বিদেশে টাকা পাচার করেন কেন?
হে হে হে...কে কয় পাচার করি! পাচার করি না তো, টাকা রপ্তানি করি!