পাচারের নানা আচার
লেখা : সত্যজিৎ বিশ্বাস, আঁকা : কাওছার মাহমুদ
প্রকাশ: ২১ মে ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভাই, ব্যবসা কেমন?
হে হে হে... জঙ্গল তো প্রায় ভইরা গেছে, এইবার মঙ্গলে পাঠামু ভাবতেছি!
আমরা স্বল্প খরচে ঘুসখোর, মজুতদার, দখলবাজদের আমাজনের জঙ্গলে পাচার করি!
প্রতি বছর কোটি কোটি টাকা পাচার হয় অথচ কেউ টের পায় না! কাকে দোষ দিবি?
কেন? দোষ তো সব পাচারকারীর। পাচার করার সময় যথাযথ কর্তৃপক্ষকে একটু জানাতে পারে না!
বিদেশে টাকা পাচার করেন, লজ্জা করে না?
লজ্জার কী আছে?
বউ-বাচ্চার ভবিষ্যৎ যেখানে, সেখানে টাকা পাঠাব না?
বলুন তো, বিদেশে টাকা পাচার করেন কেন?
হে হে হে...কে কয় পাচার করি! পাচার করি না তো, টাকা রপ্তানি করি!
