বউ বুঝে না
jugantor
বউ বুঝে না

  নূর আলম গন্ধী  

২১ মে ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

বউ বুঝে না ছড়ার মানে

বুঝলে কি আর কলার টানে?

আদর করে কত্ত বোঝাই

এসব কথা নেয় না কানে।

কলম খাতা দেখলে হাতে

বলে ওঠে মারব ভাতে

দুত্তরি ছাই ক্যামনে বোঝাই

লিখলে ছড়া হয় কী তাতে?

ভাবছি এবার বলে দিব

চাও না আমি হই ছড়াকার?

ভয়ও ভীষণ-যদি বলে

রাখব না আজ তোর আকার।

করবটা কী পাই না ভেবে

ছড়া লেখায় মানা রে

আসবে ঘরে এমন বউ যে

ছিল না তো জানা রে!

কিশোরগঞ্জ।

বউ বুঝে না

 নূর আলম গন্ধী 
২১ মে ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

বউ বুঝে না ছড়ার মানে

বুঝলে কি আর কলার টানে?

আদর করে কত্ত বোঝাই

এসব কথা নেয় না কানে।

কলম খাতা দেখলে হাতে

বলে ওঠে মারব ভাতে

দুত্তরি ছাই ক্যামনে বোঝাই

লিখলে ছড়া হয় কী তাতে?

ভাবছি এবার বলে দিব

চাও না আমি হই ছড়াকার?

ভয়ও ভীষণ-যদি বলে

রাখব না আজ তোর আকার।

করবটা কী পাই না ভেবে

ছড়া লেখায় মানা রে

আসবে ঘরে এমন বউ যে

ছিল না তো জানা রে!

কিশোরগঞ্জ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন