Logo
Logo
×

বিচ্ছু

বউ বুঝে না

Icon

নূর আলম গন্ধী

প্রকাশ: ২১ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বউ বুঝে না

বউ বুঝে না ছড়ার মানে

বুঝলে কি আর কলার টানে?

আদর করে কত্ত বোঝাই

এসব কথা নেয় না কানে।

কলম খাতা দেখলে হাতে

বলে ওঠে মারব ভাতে

দুত্তরি ছাই ক্যামনে বোঝাই

লিখলে ছড়া হয় কী তাতে?

ভাবছি এবার বলে দিব

চাও না আমি হই ছড়াকার?

ভয়ও ভীষণ-যদি বলে

রাখব না আজ তোর আকার।

করবটা কী পাই না ভেবে

ছড়া লেখায় মানা রে

আসবে ঘরে এমন বউ যে

ছিল না তো জানা রে!

কিশোরগঞ্জ।

বই বুঝে না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম