বউ বুঝে না
বউ বুঝে না ছড়ার মানে
বুঝলে কি আর কলার টানে?
আদর করে কত্ত বোঝাই
এসব কথা নেয় না কানে।
কলম খাতা দেখলে হাতে
বলে ওঠে মারব ভাতে
দুত্তরি ছাই ক্যামনে বোঝাই
লিখলে ছড়া হয় কী তাতে?
ভাবছি এবার বলে দিব
চাও না আমি হই ছড়াকার?
ভয়ও ভীষণ-যদি বলে
রাখব না আজ তোর আকার।
করবটা কী পাই না ভেবে
ছড়া লেখায় মানা রে
আসবে ঘরে এমন বউ যে
ছিল না তো জানা রে!
কিশোরগঞ্জ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বউ বুঝে না
বউ বুঝে না ছড়ার মানে
বুঝলে কি আর কলার টানে?
আদর করে কত্ত বোঝাই
এসব কথা নেয় না কানে।
কলম খাতা দেখলে হাতে
বলে ওঠে মারব ভাতে
দুত্তরি ছাই ক্যামনে বোঝাই
লিখলে ছড়া হয় কী তাতে?
ভাবছি এবার বলে দিব
চাও না আমি হই ছড়াকার?
ভয়ও ভীষণ-যদি বলে
রাখব না আজ তোর আকার।
করবটা কী পাই না ভেবে
ছড়া লেখায় মানা রে
আসবে ঘরে এমন বউ যে
ছিল না তো জানা রে!
কিশোরগঞ্জ।