বাজেট রঙ্গ

 লেখা : সত্যজিৎ বিশ্বাস, আঁকা : কাওছার মাহমুদ 
০৪ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

কী ব্যাপার দৈত্য, পিঠে নিয়ে আমাকে ঘোরাতে বললাম, মুখ ঘুরিয়ে বসে আছ কেন?

শখ কত! ভ্রমণ কর কত বাড়ছে, সে খবর আছে!

বাজেট ঘোষণা হলেই এক দল বলে জনবান্ধব বাজেট, অন্যদল বলে জনবিচ্ছিন্ন! বাজেট আসলে কী?

বা-তে বাপ, জে-তে জেঠার, ট-তে টক্কর! অনেকটা এরকম!

বাজেট এলেই কত কিছুর দাম বাড়ে। বাজেটের দরকারটা কী?

উত্তরটা তো বলেই দিলি।

খবর শুনছিস, বাজেটে নিত্যপ্রয়োজনীয় অনেক জিনিসের দাম বেড়ে গেছে।

বাজেটের কাজ বাজেট তো করবেই। খবরটা কী তাই বল।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন