কাঁচা লঙ্কা কাণ্ড

 লেখা : সত্যজিৎ বিশ্বাস, আঁকা : কাওছার মাহমুদ 
০৯ জুলাই ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

পাঁচ ঘণ্টা হলো, টাল্টু-সাল্টুর বাপ কাঁচামরিচ কিনতে বের হয়েছে। এখনো এলো না। কী যে করি এখন?

কাঁচামরিচের যা দাম! হয়তো দাম শুনে অজ্ঞান হয়ে গেছে!

আরে এ কী! গাল কাটা মতিন প্রাইভেট কারে ঘুরতাছে! ও না ভ্যানে কইরা সবজি বেচত?

এরেই কয় আঙুল ফুলে কাঁচামরিচ গাছ!

এক হালি ‘টক অব দ্যা কান্ট্রি’ দেন তো?

কী কইলেন?

এখন থেকে তোমরা আমারে স্যার ডাকবা, বুঝছ?

জি স্যার!

না মানে, হৃষ্টপুষ্ট, দুর্লভ, মোহনীয়, চির সবুজ চার পিস কাঁচামরিচ দেন!

!!!

বয়সে কাঁচা হইয়াও এত্ত পাকনামি! কেমনে কী?

হেইডা বুঝলে তো আপনারও দাম বাড়ত জ্যাডা।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন