Logo
Logo
×

বিচ্ছু

কাঁচা লঙ্কা কাণ্ড

Icon

লেখা : সত্যজিৎ বিশ্বাস, আঁকা : কাওছার মাহমুদ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাঁচা লঙ্কা কাণ্ড

পাঁচ ঘণ্টা হলো, টাল্টু-সাল্টুর বাপ কাঁচামরিচ কিনতে বের হয়েছে। এখনো এলো না। কী যে করি এখন?

কাঁচামরিচের যা দাম! হয়তো দাম শুনে অজ্ঞান হয়ে গেছে!

আরে এ কী! গাল কাটা মতিন প্রাইভেট কারে ঘুরতাছে! ও না ভ্যানে কইরা সবজি বেচত?

এরেই কয় আঙুল ফুলে কাঁচামরিচ গাছ!

এক হালি ‘টক অব দ্যা কান্ট্রি’ দেন তো?

কী কইলেন?

এখন থেকে তোমরা আমারে স্যার ডাকবা, বুঝছ?

জি স্যার!

না মানে, হৃষ্টপুষ্ট, দুর্লভ, মোহনীয়, চির সবুজ চার পিস কাঁচামরিচ দেন!

!!!

বয়সে কাঁচা হইয়াও এত্ত পাকনামি! কেমনে কী?

হেইডা বুঝলে তো আপনারও দাম বাড়ত জ্যাডা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম