অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

 যুগান্তর ডেস্ক 
২৭ আগস্ট ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

একটা কথা কিছুতেই বুঝতেছি না, পড়ালেখা করে যদি মুখ উজ্জ্বল হয় তাহলে ফেসওয়াস কিসের জন্য?

মিজানুর রহমান

মেলান্দহ্, জামালপুর।

সারা বছর পড়ালেখা ফাঁকি দিয়ে পরীক্ষায় ফেল করে যাদের মুখ ব্যাজার হয় তাদের জন্য!

একটা মেয়ের সঙ্গে গত দুদিন ধরে শুধু সেন্টি ইমোজি দেওয়া নেওয়া হচ্ছে! এখন আমার কী করা উচিত?

হাসান মাহমুদ শুভ

ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ, গাজীপুর।

বড় রকমের ছ্যাঁকামাইসিন বা ধরা খাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়া উচিত!

আচ্ছা ভাই বলুন তো, ওদের মতো আমরা ঠিক কবে চাঁদের দেশে অভিযান পরিচালনা করতে পারব?

তামান্না হক মিমি

ইডেন কলেজ, ঢাকা।

ইয়ে মানে যেদিন বুঝতে পারব

চাঁদে গেলে অনেক টু-পাইস

কামানো যাবে সেদিন!

অনেক কিছুই তো জানেন-বলুন তো, লুঙ্গি পরে বাসার বাইরে বের হওয়ার সবচেয়ে বড় সুবিধা কোনটি?

রাফিউল ইসলাম

আরামবাগ, সিলেট।

ইয়ে মানে লুঙ্গিতে পকেট নেই তো তাই পকেট মার হওয়ার কোনো আশঙ্কা থাকে না!

মহা অবান্তর প্রশ্ন

আমি মনে করি যাদের মাথায় বুদ্ধি কম তারা অবান্তর প্রশ্নের উত্তর দেয়।

আর যাদের মাথায় বুদ্ধি...তারপর?

মো. সোহেল মিয়া, মদন, নেত্রকোনা।

আরও কম তারা অবান্তর প্রশ্ন করে!

প্রশ্ন পাঠান এই ঠিকানায়

বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ মেইল : bicchoojugantor@gmail.com

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন