ডাবের দাম ভাবের চেয়েও বেশি
ভাবি, আপনি না বললেন ডাবের পানি? কিন্তু এইটা তো মনে হইতাছে নরমাল পানি! এইভাবে আপনি আমারে ঠকাইলেন?
আফনারে ঠকাবো কেন? ডাবের যা দাম ভাবি! একটা ডাব এনে তার মধ্যে দুই লিটার পানি মিশাইয়া খাই। তাই এ অবস্থা!
ওরে বাবারে, এইটা আমি কী দেখলাম! নারিকেল গাছে সাদা শাড়ি পইরা ভূত বইসা আছে। আর একটু হইলে ডরে আমি অক্কা পাইতাম!
ওইটা ভূত না, তোমার শ্বশুর আব্বা! ডাবের দাম বাড়ার পর থেইকা চোর ঠেকাইতে আব্বায় রাতে ভূত সাইজা গাছে উইঠা ডাব পাহারা দেয়!
আমরা খাইদাই ডটকম থেকে কল দিয়েছি। আমাদের অভিজ্ঞ লোক ভাড়া নিতে পারেন। তারা ডাবের গায়ে থাপ্পড় দিয়ে বলে দিতে পারে পানি কম না বেশি!
দুইদিন ডাব কিইন্যা ঠকছি। একজন পাঠিয়ে দেন, এত দাম দিয়ে ডাব কিনে আর ঠকতে চাই না।
মতিঝিল থেকে মিরপুর দেড়শ টাকা ভাড়া? এইডা কি মগের মুল্লুক নাকি! তোমাদের বাস কি আসমান দিয়া উইড়া যায় নাকি!
এইটা হইল চিটিং সার্ভিস! প্রচণ্ড গরমে একমাত্র আমাদের বাসেই পাবেন জ্যামে বইসা হাফ গ্লাস ডাবের পানি একদম ফ্রি!
বস, যেভাবে সবকিছুর দাম বাড়তাছে, তাতে এই বেতনে তো আর চলা যাচ্ছে না। এইবার যদি বেতনটা বাড়াতেন খুব উপকার হইত।
এত বছর খাইতে খাইতে ভুঁড়িটাকে ফুটবলের মতো বানাইয়া ফেলছেন! এবার কম কম খেয়ে ডায়েট করার। ফ্রিতে অনেক টিপস
দিয়ে দিলাম।
কী রে, বিয়ে করতে না করতেই অনলাইনে ডাব ব্যবসায়ী হয়ে গেলি! তা চাকরি কি চলে গেল নাকি?
আসলে হইছে কী বন্ধু, বিয়েতে সবাই এত ডাব উপহার দিছে যে সেগুলো খাইয়া শেষ করতে পারতাছি না। তাই অনলাইনে কিছু সেল দিয়া ইনকাম করতাছি।
ডাবের দাম ভাবের চেয়েও বেশি
লেখা : সোহানুর রহমান অনন্ত * আঁকা : কাওছার মাহমুদ
০৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভাবি, আপনি না বললেন ডাবের পানি? কিন্তু এইটা তো মনে হইতাছে নরমাল পানি! এইভাবে আপনি আমারে ঠকাইলেন?
আফনারে ঠকাবো কেন? ডাবের যা দাম ভাবি! একটা ডাব এনে তার মধ্যে দুই লিটার পানি মিশাইয়া খাই। তাই এ অবস্থা!
ওরে বাবারে, এইটা আমি কী দেখলাম! নারিকেল গাছে সাদা শাড়ি পইরা ভূত বইসা আছে। আর একটু হইলে ডরে আমি অক্কা পাইতাম!
ওইটা ভূত না, তোমার শ্বশুর আব্বা! ডাবের দাম বাড়ার পর থেইকা চোর ঠেকাইতে আব্বায় রাতে ভূত সাইজা গাছে উইঠা ডাব পাহারা দেয়!
আমরা খাইদাই ডটকম থেকে কল দিয়েছি। আমাদের অভিজ্ঞ লোক ভাড়া নিতে পারেন। তারা ডাবের গায়ে থাপ্পড় দিয়ে বলে দিতে পারে পানি কম না বেশি!
দুইদিন ডাব কিইন্যা ঠকছি। একজন পাঠিয়ে দেন, এত দাম দিয়ে ডাব কিনে আর ঠকতে চাই না।
মতিঝিল থেকে মিরপুর দেড়শ টাকা ভাড়া? এইডা কি মগের মুল্লুক নাকি! তোমাদের বাস কি আসমান দিয়া উইড়া যায় নাকি!
এইটা হইল চিটিং সার্ভিস! প্রচণ্ড গরমে একমাত্র আমাদের বাসেই পাবেন জ্যামে বইসা হাফ গ্লাস ডাবের পানি একদম ফ্রি!
বস, যেভাবে সবকিছুর দাম বাড়তাছে, তাতে এই বেতনে তো আর চলা যাচ্ছে না। এইবার যদি বেতনটা বাড়াতেন খুব উপকার হইত।
এত বছর খাইতে খাইতে ভুঁড়িটাকে ফুটবলের মতো বানাইয়া ফেলছেন! এবার কম কম খেয়ে ডায়েট করার। ফ্রিতে অনেক টিপস
দিয়ে দিলাম।
কী রে, বিয়ে করতে না করতেই অনলাইনে ডাব ব্যবসায়ী হয়ে গেলি! তা চাকরি কি চলে গেল নাকি?
আসলে হইছে কী বন্ধু, বিয়েতে সবাই এত ডাব উপহার দিছে যে সেগুলো খাইয়া শেষ করতে পারতাছি না। তাই অনলাইনে কিছু সেল দিয়া ইনকাম করতাছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023