মশার উপদ্রব থেকে বাঁচতে

 তারেকুর রহমান 
০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

স্ত্রী : আবুলের বাপ, এই গরমের মধ্যে ফ্যান বন্ধ করে দিছো ক্যান?

স্বামী : গরমে শরীর ঘেমে গেলে মশা হাবুডুবু খাবে। কামড়ানোর আর সুযোগই পাবে না!

ছেলে : আব্বা এই রাতের বেলা শরীরে তেল মাখার কারণটা কী?

বাবা : হা হা হা...এইটা হইলো একটা ফাঁদ। শরীরে তেল থাকলে মশা কামড়াতে গিয়া পিছলা খাবে!

১ম বোন : আপু, তোমার বাসায় এরকম পচা গন্ধ কিসের?

২য় বোন : আর বলিস না, এটা তোর দুলাভাইয়ের জামার গন্ধ। বাসার কোণায় কোণায় টাঙিয়ে দিয়েছি। খুশির ব্যাপার হলো বাসায় এখন আর একটা মশাও নাই!

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন