|
ফলো করুন |
|
|---|---|
আচ্ছা বলেন তো, মাছের
রাজা যদি ইলিশ হয়, তাহলে
ফুলের রানী কে?
ইমরান খান রাজ
দোহার, ঢাকা।
বলা যাবে না! এরপর
জানতে চাইবেন ফুলের ফুফা কে? পাখীর খালা কে? তারচেয়ে ইলিশ পর্যন্তই থাকুন।
সম্পাদক ভাইয়া, আপনার
নাকি তিনটা চশমা? এতগুলো
দিয়ে কী করেন?
উবাইদুল্লাহ তারানগরী
জয়দেবপুর, গাজীপুর।
একটা পরে রাতে ঘুমাই, আরেকটা পরে গোসল করি। আর তৃতীয়টি
পরে প্রথম দুটি হারিয়ে গেলে
খুঁজে বের করি!
বলুন তো, বিয়ের সময়
পাত্রী দেখার পর পাত্রীকে টাকা দিতে হয় কেন?
শিপন আহমেদ হিমেল
জগন্নাথকান্দি, কুমিল্লা।
পাত্রী টাকা চেনে কিনা সেটা টেস্ট করার জন্য। টাকা চিনে বুঝতে পারলে ঠিক আছে। না চিনলে বুঝে নেয় সমস্যা আছে!
ভালো মানুষও মাঝে মাঝে
পাগলামি করে। কোন মলমে এ পাগলামি সারে?
রাজীব হাসান
কোটচাঁদপুর, ঝিনাইদহ।
ধোলাই মলমে! পিঠে
আচ্ছামতো লাগিয়ে দিলেই
দেখবেন সব ঠিক। পাগলামি তার
জান হাতে নিয়ে পালাবে!
মহা অবান্তর প্রশ্ন
প্রেমের মরা যদি জলে না ডোবে, তবে জলের মরা নিশ্চয়ই প্রেমে ডোবে! কিন্তু কীভাবে ডোবে বলুন তো ব্রাদার।
এমদাদ হোসেন লিমন, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
উলটাপালটা জল খেলেই কেবল জলের মরা প্রেমে ডোবে! সুতরাং সবরকম উলটাপালটা
জল থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
প্রশ্ন পাঠান এই ঠিকানায়
বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ মেইল : bicchoojugantor@gmail.com
