রম্যছড়া
বেকারের যাতনা
শচীন্দ্র নাথ গাইন
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চেষ্টা করেও জব মেলেনি পড়েনি সে কোটায়
রিটেন ভালো যতই করুক ভাইভা দিলেই ছোটায়।
জমি বিক্রির টাকা নিয়ে দালাল কোথায় পালায়
নেই চাকরির কোনো হদিস ভীষণ আছে জ্বালায়।
মুখঝাড়া খায় বাবা-মায়ের নেই কোনো পথ আয়ের
চোখ রাঙানি যায় সয়ে সে বড়ো বোন ও ভায়ের।
ব্যবসা করার ইচ্ছে হলেও সামর্থ্য নেই টাকার
বেহাল দশায় খোঁজ মেলে না ধনী মামা-কাকার।
পড়শিরা তার বিষয় জেনে আড়ে আড়ে তাকায়
কাছে গেলেই নাক সিটকায় ঘাড়খানাকে বাঁকায়।
সেয়ানা ছেলে বসে খাবে ভাণ্ডারে কার কুলায়
দুশ্চিন্তায় মাথা ঘোরে লজ্জা গেছে চুলায়।
বিয়ের বয়স পার হয়েছে বছর পাঁচেক আগেই
ওসব নিয়ে ভাববে কে আর ফোঁসে সবাই রাগেই।
কন্যে দিতে চায় না তাকে, বলে-ছেলে বেকার
কী দরকার ছিল বাবা লেখাপড়া শেখার?
