বাংলাদেশ বিশ্ব (চাপ) মিশন
লেখা : অনির্বাণ অর্ণব, আঁকা : কাওছার মাহমুদ
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্যাটিংয়ে কোনো টার্গেট নাই, বোলিংয়ে নাই, ফিল্ডিংয়ে নাই, দলের টার্গেট তাহলে কোথায়?
আগামী বিশ্বকাপ খেলায়!
শপিং শেষ করে তাড়াতাড়ি বাসায় চলো, খেলা দেখতে হবে। বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেছে।
তাহলে আর তাড়াহুড়া করে লাভ কী? বাসায় যেতে যেতে ওরা কি থাকবে?
বাংলাদেশ দলের খারাপ খেলার কারণ কী?
বিপক্ষ দলের বেশি ভালো খেলা!
দলের মধ্যে কোনো কমিটমেন্ট নেই কেন?
কে বলে নেই? ব্যাটিং, বোলিং, ফিল্ডিং প্রতিটা সেক্টরে সবাই একসঙ্গে খারাপ খেলছে তো? এবারের বিশ্বকাপে এটাই বোধহয় কমিটমেন্ট!
বাংলাদেশের এমন পারফরমেন্সে দিন শেষে কাকে দোষারোপ করবেন?
সময়কে! মানে সময়টা ভালো যাচ্ছে না তো!
