|
ফলো করুন |
|
|---|---|
আমার প্রশ্ন হলো ‘আইসল্যান্ড’ কেন সবুজে ভরা আর ‘গ্রিনল্যান্ডে’ কেন এত আইস?
ফারিহা জাবিন .ইরা
বঙ্গবন্ধু সড়ক, রংপুর।
যার যেখানে থাকার কথা সেখানে থাকে না দেখেই তো চারদিকে এত সমস্যা!
আচ্ছা বলুন তো, ‘বিচ্ছু’ পাতার নামটি ‘বিচ্ছু’ না দিয়ে ‘সাপ’
দিলে কী দোষ হতো?
মোখতারুল ইসলাম মিলন
ধামরাই, ঢাকা।
তখন আবার প্রশ্ন করতেন, ‘সাপ’ পাতার নাম ‘সাপ’ না দিয়ে ‘বিচ্ছু’ দিলে কী দোষ হতো!
শুনেছি ছ্যাঁকা খেলে নাকি
লোকজন বাঁকা হয়! তাহলে কী খেলে সোজা হয় বলুন তো?
মিজান ইবনে মোবারক
আগৈলঝাড়া, বরিশাল।
ডাবল ছ্যাঁকা! বিষে বিষক্ষয়ের মতো একবার ছ্যাঁকায় বাঁকা হলেও ডাবল ছ্যাঁকায় সোজা হয়!
অনেক দিন ধরেই ভাল্লাগে না রোগে ভুগছি, এখন কোন ডাক্তারের কাছে যাবো বলুন তো?
শিপন আহমেদ হিমেল
জগন্নাথকান্দি, কুমিল্লা।
এ রোগের যিনি ডাক্তার তার নিজেরই এখন আর রোগী দেখতে ভাল্লাগে না! তাই কিছু করার নেই!
মহা অবান্তর প্রশ্ন
প্রিয় বিস, আপনার কাছে কিছু জিনিস চাওয়ার আছে আমার, কী করে চাই বলুন তো?
মহুয়া রহমান, ইডেন কলেজ, ঢাকা।
টাকা-পয়সা হলে থাক, চাওয়ার দরকার নাই। তবে উপদেশ-পরামর্শ হলে নিশ্চিন্তে চাইতে পারেন!
প্রশ্ন পাঠান এই ঠিকানায়
বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ মেইল : bicchoojugantor@gmail.com
