|
ফলো করুন |
|
|---|---|
বাংলার রাজপথ যাবে কার দখলে,
ছলেবলে কব্জায় তাকে চায় সকলে।
কেউ বলে দেখা হবে রাজপথে, মিছিলে-
জানে সবে, তোমরা যে সরকারে কী ছিলে?
তোমাদের কুশাসনে অতিষ্ঠ জনতা,
খাবারের থালাতেও রয়েছে তা বহতা।
গরিবের হক মেরে সম্পদ গড়েছ
তোমাদের ধরবই, এইবার মরেছ।
হাঁক মেরে ধমকালো সরকারি দলটায়
রাজপথে আমরাও, দেখাব তো ফলটায়।
ভোটে আসো, বাদ দিয়ে চ্যাঁচামেচি, ‘শঠতা’,
বাদ দাও, হরতাল, অবরোধ- ‘অযথা’।
রাজপথে হারাবে কি আমাদের পেশিকে?
দেখ আগে, জনতার ম্যান্ডেটে বেশি কে?
জনগণ আমাদের, তোমাদের নয় তো,
ক্ষমতায় বসবে কি? দূরকালে হয়তো।
